Quantcast
Channel: বিনোদন – Zoom Bangla News
Viewing all 11937 articles
Browse latest View live

২০১৮ কাঁপিয়ে বেড়াবে যেসব ভারতীয় বাংলা মুভি

$
0
0

জুমবাংলা ডেস্ক: পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে সাদরে গ্রহণ করতে আপনি নিশ্চয় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন ইতোমধ্যে। নতুন বছরে প্রথম দিন ছাড়িয়ে আজ দ্বিতীয় দিনে আপনি অবশ্যই হিসাবের খাতায় নতুন অংক বসিয়েছেন।

হয়তো ভাবছেন বছরের শুরুতে আপনার চাওয়া পাওয়া কী হতে পারে। আপনি যদি বিনোদন প্রেমী হয়ে থাকেন তাহলে নিশ্চয় ভাবছেন ২০১৮ সালে আপনি কী কী সিনেমা দেখবেন। ভাবছেন নতুন বছরের চমক কোন সিনেমাগুলো হতে পারে।

আপনি যদি সিনেমা দেখতে পছন্দ করেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ আজ জুমবাংলার পাঠকদের জন্য রয়েছে ২০১৮ সালে মুক্তি পাবে এমন কিছু ভারতীয় বাংলা মুভি নিয়ে ছোট্ট একটি আয়োজন। বছরের শুরুতেই আশাকরি আপনি খুব সহজেই জেনে যাবেন  ২০১৮ সালে কী কী ভারতীয় বাংলা মুভি কখন মুক্তি পাচ্ছে। চলুন একবার মুভিগুলোর সম্পর্কে জেনে আসি।

১। ইন্সপেক্টর নটি কে: অশোক পাতি পরিচালিত জিৎ-ফারিয়ার এই মুভি ইতোমধ্যে ঝড় তুলেছে ইউটিউবে। মুভিটির ট্রেইলার আর গান প্রকাশ হওয়ার পর থেকে মুভিটিকে নিয়ে আলোচনার বন্যা বয়ে যাচ্ছে দুই বাংলায়। এটি আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাবে।

২। আবার আসছে শবর: অরিন্দম শীল পরিচালিত এই মুভিটিতে অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জী, ইন্দ্রনীল সেনগুপ্ত, শুভ্রজীৎ দত্ত, গৌরব চ্যাটার্জী, দ্বিতী সাহা, দর্শনা বনিক। এটিও আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাবে।

৩। টোটাল দাদাগিরি: যশ দাশগুপ্ত ও মিমি চক্রবর্তীর টোটাল দাদাগিরি সিনেমাটি নিয়ে বিনোদন পাড়ায় চলছে তুমুল আলোচনা। সিনেমাটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। এটিও আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাবে।

৪। শঙ্কু ও এল ডোরাডো: সন্দীপ রায় পরিচালিত এই মুভিতে অভিনয় করেছেন ধৃতিমান চ্যাটার্জী, শুভাশিস মুখার্জী। এটি আগামী ডিসেম্বরে মুক্তি পাবে।

৫। দৃষ্টিকোণ: প্রসেনজিৎ চ্যাটার্জী, ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত মুভিটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী। এটিও মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল।

৬। আমি আসবো ফিরে: অঞ্জন দত্ত পরিচালিত এই মুভিতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জী, অনিন্দ্য চ্যাটার্জী। মুভিটি আগামী এপ্রিলে মুক্তি পাওয়ার কথা আছে। তবে এখনো পর্যন্ত নির্দিষ্ট তারিখ জানা যায়নি।

৭ উমা: শ্রীজিৎ মুখার্জী পরিচালিত এই মুভিতে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, সারা সেনগুপ্ত, অঞ্জন দত্ত, শ্রাবন্তী, সায়ন্তিকা, রুদ্রনীল। মুভিটি আগামী মে মাসে মুক্তি পাওয়ার কথা চলছে।

৮। হামি: এই মুভিতে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখার্জী, গার্গী রায় চৌধুরী, চুর্ণী গাঙ্গুলী, অপরাজিতা আঢ্য। শিবপ্রসাদ মুখার্জী ও নন্দিতা রায় পরিচালিত এই মুভিটিও আগামী মে মাসে মুক্তি পাওয়ার কথা আছে।

৯। বসু পরিবার: এই মুভিতে অভিনয় করেছেন অপর্ণা সেন, সৌমিত্র চ্যাটার্জী, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, কৌশিক সেন। সুমন ঘোষ পরিচালিত এই সিনেমাটি আগামী জুনে মুক্তি পাবে।

১০। ভবিষ্যতের ভূত: অনিক দত্ত পরিচালিত এই মুভিতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জী, চন্দ্রায়ী ঘোষ, মুনমুন সেন, কৌশিক সেন। এটি আগামী জুলাই অথবা আগস্টের দিকে মুক্তি পাবে।

১১। মনোজ-দার অদ্ভুত বাড়ি: অনিন্দ্য চ্যাটার্জী পরিচালিত এই সিনেমায় কে কে অভিনয় করবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। এটি আগামী দূর্গাপূজাতে মুক্তি পাওয়ার কথা আছে।

১২। জোনাকি: ললিতা, জিম সার্ভ অভিনীত আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত এই মুভিটি আগামী নভেম্বরে মুক্তি পাবে।

১৩ কবির: দেব-রুক্মিণী অভিনীত এই মুভি নিয়ে ইতোমধ্যে দর্শকের মাঝে অনেক আগ্রহ দেখা গিয়েছে। সবাই আশা করছেন ‘আমাজন অভিযান’র পর এটিই দর্শকদের জন্য হবে দেবের আরেকটি সুন্দর উপহার। অনিকেত চ্যাটার্জী পরিচালিত এই মুভিটি আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে।

তথ্যসূত্র: বক্স অফিস কলকাতা-নিউ ফেসবুক পেইজ


যৌন হয়রানি বন্ধে রাস্তায় নামছেন হলিউড অভিনেত্রীরা

$
0
0

চলচ্চিত্রাঙ্গনে অথবা অন্য কোথাও কাজ করতে গিয়ে যৌন হয়রানির শিকার হয়েছেন এমন নারীদের সাহায্যের জন্য একটি কর্মসূচি চালু করেছেন হলিউডের তিন শতাধিক অভিনেত্রী, লেখক ও পরিচালক।

এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে টাইম’স আপ। নিউ ইয়র্ক টাইমসে এই বিষয়টি নিয়ে এক পৃষ্ঠার একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এই কর্মসূচিকে ‘বিনোদন জগতে সর্বক্ষেত্রে নারীদের জন্য পরিবর্তনের সমন্বিত আহ্বান’ বলে বর্ণনা করা হয়েছে।

চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে প্রভাবশালী অভিনেত্রীরা যৌন হয়রানির অভিযোগ আনার পর এ বিষয়টি সামনে আসে।

টাইম’স আপ কর্মসূচির ওয়েবসাইটে সংহতিপত্রে বলা হয়েছে, নারীদের দুঃখ, কষ্টের দিন শেষ হতে হবে। জেগে উঠতে হবে এবং কঠোর হতে হবে। শুধু সহ্য করে যাওয়ার দিন শেষ। অপরাধীরা শাস্তি না পেলে তারা এ ধরনের কাজ করেই যাবে।

এই ক্যাম্পেইনে শত শত নারীর মধ্যে অস্কারজয়ী অভিনেত্রী নাটালি পোর্টম্যান, রিস উইদারস্পুন, ক্যাট ব্লানচেট, ইভা লঙ্গোরিয়া, এমা স্টোনের মতো জনপ্রিয় তারকারা রয়েছেন। ইতিমধ্যে তাদের তহবিলে ১৩ মিলিয়ন ডলার জমা হয়েছে। কর্মক্ষেত্রে যেসব নারী বা পুরুষ যৌন হয়রানির শিকার হয়েছেন তাদের আইনি সহায়তার জন্য এই তহবিল থেকে অর্থ দেওয়া হবে। বিশেষ করে যারা কৃষি কাজ করেন, কারখানার শ্রমিক বা যারা তত্ত্বাবধায়কের কাজ করেন কিন্তু আইনি লড়াইয়ের জন্য অর্থ ব্যয় কারার সামর্থ্য নেই তাদের জন্য এই তহবিল থেকে অর্থ ব্যয় করা হবে।

লিঙ্গ বৈষম্য দূরীকরণ, ক্ষমতার ভারসাম্যহীনতা রোধ, পদমর্যাদা ও বেতন প্রদানে সমতার জন্য আহ্বান করা হয়েছে।

গত বছরের শেষের দিকে অস্কারজয়ী প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে মুখ খোলেন হলিউডের ডজন খানেক নায়িকা। তাদের এই হেনস্তার কথা শুনে সাহসী হয়ে ওঠেন আরো অনেকে। ‘মি টু’ (Me too) হ্যাশট্যাগে দুনিয়াজুড়ে নারীরা তাদের যৌন হেনস্তার কথা জানান।

অভিনেত্রী এলিসা মিলানোও যৌন হয়রানির বিরুদ্ধে এক টুইট করেন। সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য তিনি আহ্বান জানান।

২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ফেসবুক এবং টুইটারে ৬০ লাখবার যৌন হয়রানির বিরুদ্ধে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন

‘নিউ ইয়ার উইশ’-পোস্ট যে কারণে ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায় (ভিডিও)

$
0
0

দু’বছর আগে এপ্রিলে বিয়ে করেছিলেন বিপাশা-করণ। এখন তারা বলিউডের সুখী দম্পতি। ছবি, মিউজিক ভিডিও এমনকী কনডমের বিজ্ঞাপনও ইদানীং একসঙ্গেই করেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

বর্ষবরণের রাতে জমিয়ে পার্টি করেছেন দম্পতি। ভক্তদের জন্য একটি ‘নিউ ইয়ার উইশ’-ও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল।

কেন জানেন?

কারণ, নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে করণ সিং গ্রোভার এবং বিপাশা বসু চুমুই খেয়ে ফেলেছেন। আর তারপরেই সম্ভবত কিছুটা অস্বস্তিতে পরেছিলেন বিপাশা। ইতস্তত হয়ে অংশটি আবার বাদ দিতেও বলেছেন করণকে।

যদিও করণ কোনও অংশই এডিট না করে তা আপলোড করে দিয়েছেন। আর তা আপলোড হতেই ভাইরাল। একবার দেখে নিতে পারেন সেই ভিডিও!

দু’বছর আগে এপ্রিলে বিয়ে করেছিলেন বিপাশা-করণ। এখন তারা বলিউডের সুখী দম্পতি। ছবি, মিউজিক ভিডিও এমনকী কনডমের বিজ্ঞাপনও ইদানীং একসঙ্গেই করেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

বর্ষবরণের রাতে জমিয়ে পার্টি করেছেন দম্পতি। ভক্তদের জন্য একটি ‘নিউ ইয়ার উইশ’-ও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল।

 

 

ভিডিওটি দেখতে ক্লিক করুন

বছরের প্রথম দিনই মা হলেন কণ্ঠশিল্পী সুনিধি

$
0
0

মা হলেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। ১ জানুয়ারি সন্ধ্যায় মুম্বাইয়ের সুরিয়া হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এ গায়িকা।

এ প্রসঙ্গে সুনিধির দায়িত্বে থাকা চিকিৎসক রঞ্জনা ধানু এক বিবৃতিতে জানান, মা ও সন্তান দুজনই সুস্থ রয়েছেন। ১ জানুয়ারি বিকেল ৫টা ২০ মিনিটে পুত্র সন্তানের জন্ম দেন সুনিধি। নতুন অতিথিকে পেয়ে সুনিধি এবং তার স্বামী হিতেশ খুবই খুশি।

গত ১৪ আগস্ট নিজের ৩৪তম জন্মদিন উদযাপন করেন সুনিধি। তখন তার মা হওয়ার খবরটি প্রথম জানা যায়। ওই সময় তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

২০১২ সালের এপ্রিলে সুরকার হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি চৌহান। এটি সুনিধির দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০২ সালে চিত্রনাট্যকার ও পরিচালক ববি খানের সঙ্গে সুনিধির বিয়ে হয়। তবে ২০০৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর হিতেশের সঙ্গে এ গায়িকার বন্ধুত্ব হয় এবং প্রায় দুই বছর প্রেম করার পর বিয়ে করেন সুনিধি-হিতেশ।

‘বিশ্বসুন্দরীর জবাব হতে পারত—সন্তানধারণ ও লালনকালীন নারীকে স্বামীর বা সরকারের বেতন দেওয়া উচিত’

$
0
0

অনেক দিন থেকেই বিষয়টা নিয়ে লেখার জন্য তাগিদ অনুভব করছিলাম। ২০১৭ সালের বিশ্বসুন্দরী আর একটু উসকে দিলেন তাঁর প্রশ্নোত্তরের মাধ্যমে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে বিশ্বসুন্দরী ভারতের মানুষি ছিল্লারকে প্রশ্ন করা হয়েছিল—কোন পেশায় সবচেয়ে বেশি বেতন হওয়া উচিত বলে তিনি মনে করেন এবং কেন। ছিল্লার নম্রভাবে উত্তর দিয়েছিলেন, ‘কারও জন্য বেতন বিবেচ্য বিষয় নয়, তবে আমার কাছে মনে হয় মাতৃত্বের জায়গাটাই সবচেয়ে সম্মানের হওয়া উচিত। এখানে অর্থকড়ি মূল্যহীন। পুরোটাই ভালোবাসা আর সম্মানের।’ তাঁর জবাবে ধন্য ধন্য পড়ে গেল। বিশ্বসুন্দরীর মুকুট উঠে গেল তাঁর মাথায়।

কুড়ি বছরের একটি মেয়ে খুব স্বাভাবিকভাবেই মাতৃত্বের মহিমাকে অমূল্য হিসেবে হৃদয়ে লালন করবেন সন্দেহ নেই। কিন্তু বাস্তব যে কত নিষ্ঠুর, তা কেবল জানেন যে মায়েরা সন্তান ধারণ ও লালন করেন। আর প্রতিবছর যেসব শিশু জন্মের পরই হারাচ্ছে তাদের মাকে, তাদের বেড়ে ওঠার বেদনা যে কত দুর্বিষহ, তা সেই সব শিশুই জানে।

সরকারি, বেসরকারি ও বিদেশি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমেনি বরং বেড়েছে। সাত বছর আগে সর্বশেষ মাতৃমৃত্যু জরিপে দেখা গিয়েছিল ১ লাখ শিশু জন্ম দিতে গিয়ে ১৯৪ জন মায়ের মৃত্যু হয়েছে, ২০১৫ সালের পর থেকে তা বাড়ছে। সুতরাং বাংলাদেশ মাতৃমৃত্যু–সম্পর্কিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন করতে পারেনি।

১৬ কোটির বেশি জনসংখ্যায় ১০ থেকে ১১ লাখ পথশিশু। বাংলাদেশের বেশির ভাগ মানুষ নিম্ন ও মধ্যম আয়ের। সম্পদশালী আছে মাত্র ৮০-৯০ লাখ। প্রতিবছর আমাদের দেশে ৩২ লাখ শিশু জন্ম নেয়। প্রতিবছর প্রসবকালীন ১৫ হাজার নারীর মৃত্যু ঘটে। এ ক্ষেত্রে এ বছরের বিশ্বসুন্দরীর দেশের অবস্থা আমাদের দেশের চেয়ে কোনো অংশেই ভালো নয়।

বিশ্বসুন্দরী বললেন যে মাতৃত্বের জায়গাটিই সবচেয়ে সম্মানের হওয়া উচিত, এখানে অর্থকড়ি মূল্যহীন। তাঁর দেশে যে হারে মেয়ে ভ্রূণ হত্যা চলছে, তাতে মাতৃত্বের সম্মানই বড় হওয়া উচিত। কিন্তু মেয়ের বিয়ের জন্য কন্যাদায়গ্রস্ত পিতা–মাতার অর্থকড়ির আয়োজনে নিজেদের জীবন ধারণ যেভাবে বাধাগ্রস্ত হচ্ছে, সেখানে মাতৃত্ব অভিশাপ। তাহলে দেখা যাক আমাদের ও তাদের দেশে এত মাতৃমৃত্যুর কারণ কী। ইউনিসেফের এক গবেষণায় দেখা গেছে, ৫৫ শতাংশ মা নিরাপদ মাতৃত্বের আওতায় আছেন। বাদবাকি মায়েদের প্রত্যক্ষ মৃত্যুর কারণের মধ্যে রয়েছে প্রসবকালে অতিরিক্ত রক্তক্ষরণ, খিঁচুনি, প্রসব জটিলতা, দীর্ঘ সময় ধরে প্রসব, গর্ভপাত, হৃদ্‌রোগ, জন্ডিস ইত্যাদি। পরোক্ষ কারণ অপরিণত বয়স, দীর্ঘমেয়াদি পুষ্টিহীনতা, প্রয়োজনীয় খাবারের অপ্রতুলতা, রক্তস্বল্পতা, অদক্ষ ধাত্রী, অর্থাভাব, স্বাস্থ্যকেন্দ্রের দূরত্ব ও কুসংস্কার। এ ছাড়া প্রসব-পূর্ব, প্রসবকালীন ও প্রসব-উত্তর সেবাযত্নের অভাবও একটা বড় কারণ। এখনো ৬৮ শতাংশ প্রসব বাড়িতে হয়, প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীদের দ্বারা হয় ৩৩ শতাংশ।

একটি কমিউনিটি ক্লিনিকের প্রসূতিকক্ষ। আবেদা খাতুনের শাশুড়ির ইচ্ছা ছিল না হাসপাতালে দুনিয়ার লোকজনের মধ্যে ঘরের বউ বাচ্চা প্রসব করুক। তা ছাড়া হাসপাতালে এলেই খরচ। হাতে টাকাপয়সা নেই। ছেলে ঢাকায় রিকশা চালায়। কবে আসবে তার কোনো ঠিক নেই। কিন্তু আবেদার বড় বোন নাছোড়বান্দা। তাঁর নিজের তিনটি সন্তানের মধ্যে কেবল শেষেরটাই বেঁচে আছে। তিনিও মরতে মরতে কোনোমতে বেঁচে উঠেছেন, তা কেবল হাসপাতালে এসেছিলেন বলেই। ভয়াবহ অভিজ্ঞতা থেকে বোন আর বাচ্চাটাকে বাঁচানোর জন্য জোর করে হাসপাতালে এনেছেন। কিন্তু একটা বাচ্চা জন্ম দিতে শরীরে যেটুকু শক্তির দরকার, আবেদার তা ছিল না। রক্তশূন্য, পুষ্টিহীন, কোটরাগত পাংশু চোখ আর কাঠির মতো হাত-পায়ের আবেদাকে দেখে ডাক্তার আশা দিতে পারলেন না।

বোন মানুষি ছিল্লার, আমাদের উপমহাদেশে অর্থকড়ি মূল্যহীন নয় বরং মাতৃত্ব রক্ষায় অন্যতম উপযোগ। বাল্যবিবাহ রোধ, কুসংস্কার থেকে মুক্তি, শিক্ষা, স্বনির্ভরতা, প্রশিক্ষণ ইত্যাদির সমন্বয় যেদিন হবে, সেদিন হয়তো মাতৃমৃত্যু ও মৃত্যুঝুঁকি অনেক কমে আসবে। হয়তো একদিন এ দেশে অন্তঃসত্ত্বা মায়ের প্রতি পরিবারের সবাই সচেতন ও যত্নবান হয়ে উঠবেন। কিন্তু যত দিন না হয়, তত দিন গর্ভবতী নারীর নিজেকে প্রসবের পূর্বে অল্প অল্প করে কিছু অর্থ সঞ্চয় করতে হবে। এ শুধু নিম্নবিত্ত নারীর সমস্যা নয়, অনেক মধ্যবিত্ত নারীও চূড়ান্ত মুহূর্তে অর্থের সংকটে পড়েন। দেখা গেল প্রসবের জটিলতায় অস্ত্রোপচার দরকার, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য রক্তের প্রয়োজন বা নবজাতকের সুস্থতার জন্য ওষুধ-পথ্য চাই, কিন্তু আর্থিক প্রস্তুতি নেই। গ্রামীণ দরিদ্র নারীরা গর্ভধারণের পর থেকেই মাটির ব্যাংকে প্রতিদিন দুই-পাঁচ টাকা করে রাখলেও হাসপাতালে যাওয়ার ভ্যান ভাড়াটুকু জোগাড় থাকে বা সপ্তাহে দু-একটা ডিম খেতে পারেন। বিত্তহীন নারীদের মুষ্টিচাল সংরক্ষণের মাধ্যমেও কিছু অর্থের সংস্থান হয়।

কেবল শিক্ষিত বা প্রাপ্ত বয়সে বিয়ে হওয়াই নারীর জন্য সব নয়। সব নারীই উপার্জনক্ষম হতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। এমনকি অনেক ক্ষেত্রেই দেখা যায় চাকরিরত নারীরা সন্তানধারণের পরপরই শারীরিক, সাংসারিক ও দাপ্তরিক জটিলতায় চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। সন্তান স্বামী-স্ত্রী দুজনেরই। মায়েরা সন্তান জন্ম দেবেন আর বাবারা হবেন সন্তানের দাবিদার—এসব দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসতে হবে। কোন পেশায় সবচেয়ে বেশি বেতন হওয়া উচিত—এই প্রশ্নের উত্তরে বিশ্বসুন্দরীর জবাব হতে পারত—মাতৃত্ব কোনো পেশা নয় (গর্ভ ভাড়া ব্যতীত), কিন্তু সন্তানধারণ ও লালনকালীন নারীকে স্বামীর বা সরকারের বেতন দেওয়া উচিত।

কারণ, শেষাবধি তাঁর সন্তান রাষ্ট্রেরই সম্পদ হবে। তবে বেতনের বিকল্প হতে পারে নারীর জীবনের যে সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সংবেদনশীল, সংকটপূর্ণ, অসহায়, পরিবর্তনে প্রক্রিয়াধীন, রূপান্তরময়—সেই সব সময়ে উত্তরণে স্বজনের সেবা, সহায়তা ও সহমর্মিতা।

উম্মে মুসলিমা: কথাসাহিত্যিক।

muslima.umme@gmail.com

বার্থ ডে পার্টিতে উচ্ছ্বসিত অপু বিশ্বাস

$
0
0

জুমবাংলা ডেস্ক: দীর্ঘ ক্লান্তি, হতাশা ও ব্যর্থতাকে দূর করে নতুন বছরে সবকিছুকে নতুন করে শুরু করতে আমরা সবাই চাই। নতুন বছরটা কেমন যাবে তা বছরের শুরুতেই কিছুটা আন্দাজ করা যায়।শুরুটা ভালো হলেই বুঝা যায় শেষটা কেমন হবে।

বিগত বছরে শোবিজ অঙ্গনে সবচেয়ে আলোচিত মুখ অপু বিশ্বাস। তাকে হতে হয়েছে বহু আলোচনা আর সমালোচনার সম্মুখীন, হতে হয়েছে মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু নতুন বছরের শুরুতে তাকে দেখা যাচ্ছে একেবারে ফুরফুরে।

বছরের প্রথম দিন জয়কে নিয়ে হাসিমাখা সেলফি তারই প্রমাণ। শুধু তাই নয় গতকাল তাকে বিখ্যাত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের বার্থ ডে পার্টিতে দেখা গেছে ফুরফুরে মেজাজে সেলফি তুলতে।

ছবিতে দেখা গেছে বন্ধুদের সাথে উল্লাসে মেতে উঠেছেন অপু বিশ্বাস। এদিকে অপুকে বছরের শুরুতে উচ্ছ্বসিত হতে দেখে আবেগাপ্লুত হয়ে ভক্তরা নতুন বছরের শুভেচ্ছা জানাতে থাকেন ।

উল্লেখ্য, অপু বিশ্বাস গত বছরের এপ্রিলে বেসরকারি এক টিভি চ্যানেলের লাইভে ছয়মাসের সন্তান আব্রামসহ এসে শাকিব খানের সঙ্গে বিয়ের কথা ফাঁস করেন। এরপর থেকেই শাকিবের সঙ্গে তার সাংসারিক জীবনের ভাঙন দেখা দেয়।

একে একে শাকিব-অপু সংবাদের শিরোনামে পরিণত হয়। বেশকিছু দিন গুঞ্জন শোনা গেছে তাদের বিচ্ছেদ হতে চলেছে। অবশেষে কিছুদিন আগে শাকিব খান নিজেই অপুর কাছে তালাকনামা পাঠায়। কিন্তু শাকিব বিচ্ছেদ চাইলেও অপু বিশ্বাস অটল ছিল সে সংসার করবেই শাকিবের সাথে। অবশেষে অপুর ধৈর্য আর বুদ্ধিমত্তার কারণে তার সুখের পাখি ধরা দিতে চলেছে।

ছবি: জাহিদ খানের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

‘ম্যাডাম ফুলি’র গোপন খবর ফাঁস

$
0
0

চলচ্চিত্রপাড়ায় রটেছে নতুন খবর, বিয়ে করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী সিমলা। বেশ কিছু গণমাধ্যমেও এসেছে এই চিত্রনায়িকার বিয়ের ফাঁস হওয়া খবর। বলা হচ্ছে, গত বছরের অক্টোবর মাসে ‘ম্যাডাম ফুলি’ বিয়ের পিঁড়িতে বসছেন। তবে সেটা একেবারেই গোপনে।

সূত্রটি জানিয়েছে, সিমলার স্বামীর নাম মাহি বি জাহান। পেশায় তিনি ব্যবসায়ী। মাহির বাড়ি বাংলাদেশের নারায়নগঞ্জে। তবে পরিবার নিয়ে থাকেন লন্ডনে। সেখানেই পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন। ভালোলাগা থেকে ভালবাসা জন্মায় দুই তারকার মধ্যে। সেই সম্পর্ক রুপ নেয় বিয়েতে।

কিন্তু এই বিষয়ে জানতে বারবার সিমলার সঙ্গে যোগাযোগ করে তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, প্রয়াত নির্মাতা শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ১৯৯৯ সালে। প্রথম ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন সিমলা। এরপর বেশ কিছু সফল ছবিতে অভিনয় করেছেন তিনি।

সর্বশেষ শেষ করেছেন রশিদ পলাশের ‘নাইওর’ ছবির শুটিং। কাজ করছেন রুবেল সিদ্দিকীর ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিতে। সেটির কাজও শেষ প্রায়। খুব শিগগিরই কাজ শুরু করার সম্ভাবনা আছে ‘ম্যাডাম ফুলি-২’।

ইউটিউবে রোমান্স ছড়িয়ে দিচ্ছে ‘নূর জাহান’ মুভির যে গানটি(ভিডিও)

$
0
0

জুমবাংলা ডেস্ক: দুই কিশোর কিশোরীর প্রেমের গল্প ‘নূর জাহান’। রোমান্টিক প্রেমের কাহিনী নিয়ে নির্মিত এই সিনেমাটি দেখে যে কেউ আবেগাপ্লুত হয়ে পড়বেন। পুরো মুভিতে আপনি রোমান্স খুঁজে পাবেন। বিরহ আর রোমান্সে ভরপুর এই মুভিটি দেখে আপনি খানিকটা কল্পনা রাজ্যে হারিয়ে যাবেন, হারিযে যাবেন আপনার হারানো প্রেমের স্মৃতির পাতায়।

ভালবাসার কথা মাথা রেখেই এই মুভিটি মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে ভালবাসা দিবসের দুইদিন পর আগামী ১৬ ফেব্রুয়ারি। এদিকে  বছরের প্রথম দিন এই মুভির ‘মন বলেছে তোর সাথে যাব’ গানটি জাজ মাল্টিমিডিয়া শেয়ার করছে।

গানটি দেখে ইতোমধ্যে মুগ্ধ হয়েছেন অনেকে। পুরো গান রোমান্সে ভরা। সত্যি গানে সমুদ্র পাড়ের নজরকাড়া দৃশ্য যে কাউকে কল্পনা রাজ্যে হারিয়ে যেতে বাধ্য করবে। ভারতের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় অভিমন্যু মুখার্জী পরিচালিত চলচ্চিত্র ‘নূর জাহান’ ।

এতে অভিনয় করেছেন নবাগত দুই অভিনয়শিল্পী- বাংলাদেশের পূজা চেরি রায় ও ভারতের আদিত্য। আদিত্যের চরিত্রটির নাম নূর। অন্যদিকে পূজার চরিত্রের নাম জাহান। দুর্ধর্ষ কিশোরী হিসেবে দেখা যাবে তাকে। ভিন্ন ধরণের কিছু দৃশ্যে অভিনয় করতে অনেক শ্রম গেছে পূজার। এমনকি এই সিনেমার জন্য বাইক চালানোও শিখতে হয়েছে তাকে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তথ্য সুত্র: জাজ মাল্টিমিডিয়া ফেসবুক পেইজ।


‘ঘনিষ্ঠ দৃশ্য করার সময় নায়িকাকে মনে হচ্ছিল বোন’

$
0
0

পরিচালক অনুরাগ কাশ্যপ কিন্তু অভিনয়ও করেন। সাধারণত নিষ্ঠুর আর হিংস্র চরিত্রে দেখা যায় তাঁকে। তবে এবার তিনি নিজেকে পাল্টেছেন। স্বল্পদৈর্ঘ্য ছবি ‘চুরি’তে তিনি বলিউডের টিশকা চোপড়া ও সারভিন চাওলার সঙ্গে অভিনয় করেছেন। এখানে তিনি এক নতুন অনুরাগ। ছবিতে তাঁকে দেখা গেছে রীতিমতো রোমান্স করতে। শুধু তা-ই নয়, পর্দায় তিনি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন। ছবির পোস্টারে অনুরাগকে দেখা গেছে অত্যন্ত সাহসী।

১২ জানুয়ারি মুক্তি পাবে অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবি ‘মুক্কাবাজ’। সম্প্রতি এই ছবির প্রচারণার সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। ‘মুক্কাবাজ’ ছবির পাশাপাশি উঠে আসে তাঁর অভিনীত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘চুরি’র কথা।

হঠাৎ স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করলেন কেন? অনুরাগ কাশ্যপ একটি জনপ্রিয় দৈনিক পত্রিকাকে বলেন, ‘টিশকা চোপড়া অভিনীত স্বল্পদৈর্ঘ্য ছবি “চাটনি” দেখেছি। ছবিটি খুব ভালো লেগেছে, সেই সঙ্গে টিশকার অভিনয়ও। এরপর টিশকার সঙ্গে “চুরি” ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে আর “না” করতে পারিনি। টিশকার জন্যই এই ছবিতে কাজ করতে রাজি হয়েছি।’

আর পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার প্রসঙ্গ উঠতেই অনুরাগ কাশ্যপ বললেন, ‘অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা সহজ নয়। এই ছবিতে অভিনয় করতে গিয়ে তা বেশ বুঝতে পেরেছি। পরিচালক একজন অভিনেতাকে দিয়ে কত কিছুই না করিয়ে নেন! এত দিন ক্যামেরার পেছনে থেকে তা বুঝতে পারিনি। এবার ক্যামেরার সামনে তা উপলব্ধি করেছি।’

অনুরাগ কাশ্যপ আরও বলেন, ‘ছবিতে একটা দৃশ্যে শুধু অন্তর্বাস পরে আমাকে অভিনয় করতে হয়েছে। কয়েকজন নারীর মাঝে আমি একা পুরুষ। তাও আবার অন্তর্বাস পরা! আর শুটিংয়ে এভাবে আমাকে সারা দিন থাকতে হয়েছে। খুব অস্বস্তি হচ্ছিল। ছবিটা করতে গিয়ে আমি শেষ! অন্তরঙ্গ দৃশ্য করতে গিয়ে তথৈবচ অবস্থা! সত্যি বলতে, তখন অন্য কোনো অনুভূতি জন্মায় না। বরং অদ্ভুত ভয় তাড়া করে। কেন জানি না, ঘনিষ্ঠ দৃশ্য করার সময় নায়িকাকে মনে হচ্ছিল বোন। সে এক অদ্ভুত অনুভূতি।’

অনুরাগ কাশ্যপ পরিচালিত প্রেমের ছবি ‘মুক্কাবাজ’। ছবিতে শুধু ভালোবাসা নয়, ‘মুক্কা’ অর্থাৎ বক্সিংও ছবির অন্যতম প্রধান আকর্ষণ। ‘মুক্কাবাজ’ ছবিতে অভিনয় করেছেন বিনীত কুমার সিং, জোয়া হুসেন, রবি কিষন, জিমি শেরগিল প্রমুখ।সূত্র- প্রথম আলো

সেক্স-ডলের রূপ ধারন করলেন এই সুপার মডেল

$
0
0

নারীদের সুপার ওয়েম্যান-সেক্স বম্ব হওয়ার সাধের কথা প্রায়ই শোনা যায়। কিন্তু মডেল ভিক্টোরিয়া ওয়াইল্ডের ইচ্ছেটাই ছিল অন্যরকম। এই মডেল তার শরীরটাকে ‘সেক্স ডল’ আকৃতির মতো করতে চেয়েছিলেন। এমন ইচ্ছায় সফলও হয়েছেন তিনি। তবে এজন্য সময় ও অর্থ দুটাই ব্যয় করতে হয়েছে তাকে। জনপ্রিয় এক মার্কিন ওয়েবসাইট সূত্রে এই খবর মিলেছে।

সেক্স ডলের আকৃতি পেতে ভিক্টোরিয়া কয়েক বছর ব্যয় করেছেন। সেই সঙ্গে প্লাস্টিক সার্জারি বাবদ খরচ করেছেন ৩০ হাজার পাউন্ড। তবে কেন তিনি এ কাজ করেছেন এ ব্যাপারে কারুর কোনও আন্দাজ না থাকলেও তিনি কিন্তু খুব খুশি! কারণ রাস্তায় বের হলেই যে লোকজন তার দিকে লোলুপ ও স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকছে। এমনটাই তিনি চেয়েছিলেন। একথা ভিক্টোরিয়া নিজেই জানিয়েছেন।

ওয়েবসাইটে তিনি বলেন, বিম্বো ডলের মত লুক-ব্যবহার পেতে কে না চায়? এটায় চরম সেক্সি লুক রয়েছে।

ভিক্টোরিয়া আরও বলেন, লোকজন রাস্তায় আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। যেভাবে আমি মানুষের চোখে নিজেকে দেখতে চাই, আমি সে রকম লুকই পেয়েছি।

উল্লেখ্য, মার্কিন মুলুকে এক ধরনের পুতুলকে বিম্বো ডল বলা হয়।

নতুন বছরে শেষ হলো নিরব-আইরিনের ‘রৌদ্রছায়া’র শুটিং

$
0
0

গত বছর এপ্রিলে শুরু হয়েছিল নিরব-আইরিন জুটির প্রথম সিনেমা ‘রৌদ্রছায়া’। বছর যেতে না যেতেই নতুন বছরে শেষ হচ্ছে এই ছবির শুটিং।

বুধবার থেকে সিলেটের বিভিন্ন লোকেশনে শুরু হচ্ছে ‘রৌদ্রছায়া’ ছবির শেষ লটের শুটিং। শুটিংয়ে অংশ নিতে মঙ্গলবার ঢাকা ছেড়েছেন নিরব-আইরিন দুজনেই।একটি জনপ্রিয় অনলাইন সাইটে নিরব বলেন, ‘১০ জানুয়ারি পর্যন্ত শুটিং হবে। দুটি গান ও কয়েকটি সিকোয়েন্সের শুটিং বাকি আছে, সেগুলো শেষ হবে।’ নিরব আরো বলেন, ‘গল্পটা মুক্তিযুদ্ধের সময়, তার পরবর্তী কয়েক বছর এবং বর্তমান সময়কে ঘিরে। এই তিন প্রেক্ষাপটে চমৎকার একটি কাহিনী দেখবেন দর্শক। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে নির্মিত কোনো সিনেমায় এখন পর্যন্ত আমার অভিনয়ের সুযোগ হয়ে ওঠেনি। এটা অবশ্য সরাসরি যুদ্ধের গল্প না। তারপরও এমন একটি কাজের অংশ হতে পেরে খুবই ভালো লাগছে।’

নিরবের সঙ্গে রয়েছেন আইরিন। তিনি একটি  বলেন, ‘বছরের শুরুতেই শুটিং শুরু করছি। আশা করছি সারা বছরটাই সিনেমায় ব্যস্ততায় কাটবে।’ আইরিন আরো বলেন, ‘আমরা বেশ কয়েকটি স্টেজ শোতে নানা ধরনের পরিবেশনায় অংশ নিয়েছি। সে কারণেই আমাদের নিয়ে সিনেমায়ও জুটি করা হয়েছে। আশা করছি, আমাদের জুটির প্রথমকাজ দর্শক গ্রহণ করবেন।’

‘রৌদ্রছায়া’ ছবিটি পরিচালনা করছেন নির্মাতা বুলবুল জিলানী। নিরব-আইরিন ছাড়াও অভিনয় করছেন আবুল কালাম আজাদ, সুষমা সরকার। নির্মাতার ইচ্ছে, চলতি বছরের মাঝামাঝি সময়ে তিনি ছবিটি মুক্তি দেবেন।

‘কবির’ সিনেমার শেষাংশের শুটিং স্পটে দেব-রুক্মিণী

$
0
0

জুমবাংলা ডেস্ক: সম্প্রতি ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড করলো টালিউটের জনপ্রিয় অভিনেতা দেবের ‘আমাজন অভিযান’। মুক্তির আগেও এই সিনেমার পোস্টার গিনেস বুক বিশ্ব রেকর্ড অর্জন করে। পোস্টারটি ছিল ভারতের ইতিহাসে সবচেয়ে বড় চলচ্চিত্র পোস্টার।

অন্যদিকে মুক্তির পর এটি বক্স অফিসেও ঝড় তুলে। ‘চাঁদের পাহাড়’ সিনেমার রেকর্ড ছাড়িয়ে ‘আমাজন অভিযান’ হয়ে পড়ে ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা।

এদিকে ‘আমাজন অভিযান’ মুভির পর দেবের আরেকটি চমক হতে যাচ্ছে ‘কবির’ সিনেমাটি। দেব-রুক্মিণীর এই সিনেমার ফার্স্ট লুক ইতোমধ্যে দর্শকমহলে তুমুল সাড়া ফেলেছে। এই সিনেমার শেষ অংশের শুটিং শুরু হয়েছে আজ থেকে। ছবির মোস্ট ডিফিকাল্ট পার্টের শুটিং এটা। ছবির চিত্রনাট্য অনুযায়ী ছবির গল্পের দৃশ্য অধিংকাশই ট্রেনে বসে।

চিত্রনাট্য যেরকম রয়েছে, পর্দায় যদি তেমনি থ্রিলিংভাবে তুলে ধরতে পারেন, তাহলে নিসন্দেহে বলার যায় পহেলা বৈশাখে আবারো বক্স অফিসে ঝড় উঠতে চলেছে। অপেক্ষায় সবাই নতুন কিছু দেখার। অনিকেত চ্যাটার্জী পরিচালিত এই মুভিটি আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে।

উল্লেখ্য, দেব মহেশখালি নামে কেশপুরের এক ছোট গ্রামে জন্মগ্রহণ করেন। যদিও দেব তার শৈশবের বেশিরভাগ সময় তার মামার সাথে চন্দ্রকোনায় কাটায়। তার পিতা গুরু অধিকারী ও মাতা মৌসুমী অধিকারী। তিনি বন্দ্রার পুরস্তম হাই স্কুল ও পরে পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি নেন। এর পর চলচ্চত্রি জগতে পা রাখেন।

 

জুমবাংলা/ জেজে

ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে জয়ার নতুন উদ্যোগ (ভিডিও)

$
0
0

ভক্তদের সাথে তারকাদের দূরত্ব কমার এক অনন্য পন্থা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের দুনিয়ায় তারকারা সহজেই জানছেন তাঁদের কাজ নিয়ে ভক্তদের মত, জানাতে পারছেন নিজেদের আপডেট। এতদিন এসব থেকে বেশ দূরে থাকলেও এবার ভক্তদের কাছে চলে এলেন জয়া আহসান।

সম্প্রতি ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজ নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশি এই অভিনেত্রী। দুই বাংলার চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করা জয়া ২০১৭ এর শেষদিনে তাঁর পেইজ থেকে গত বছর তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোর কথা মনে করিয়ে দিয়ে নিজের জন্য শুভকামনা চেয়েছেন।

সোমবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনে নিজের অফিসিয়াল পেইজে সরাসরি ভিডিও নিয়ে হাজির হন জয়া আহসান। ১ মিনিট ২৯ সেকেন্ডের সে ভিডিওতে ভক্তদের জানান এখন থেকে সরাসরি সম্পৃক্ত থাকবেন তিনি এই পেইজের সাথে। নিজের সব ছোট-বড় খবর ভক্তদের জানাবেন এর মাধ্যমেই।

ভিডিওর সাথে একটি বার্তাও দেন জয়া। সেখানে বলেন, ‘প্রথমেই সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর এই নতুন বছর থেকে আপনাদের সঙ্গে সরাসরি কানেক্টেড থাকার জন্য আমি হাজির হলাম আমার অফিসিয়াল ফেসবুক পেইজ নিয়ে। এটি একটি ছোট কিন্তু আন্তরিক প্রচেষ্টা আপনার সাথে সংযোগ স্থাপন করার জন্য। সুতরাং আসুন একটি সুন্দর যাত্রা একসঙ্গে শুরু করা যাক’।

জয়া আহসানের ভিডিও বার্তাটি দর্শকদের জন্য দেয়া হল-

শাকিব-অপুকে তলব ডিএনসিসির

$
0
0

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তালাকের বিষয়ে শুনানির জন্য শাকিব খান ও অপু বিশ্বাসকে ডেকেছে। আগামী ১৫ জানুযারি ডিএনসিসি’র অঞ্চল-৩-এর অফিসে এ শুনানি হবে। এজন্য গত ২৪ ডিসেম্বর শাকিব ও অপুর কাছে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে ডিএনসিসি।

ডিএনসিসি কর্মকর্তারা জানান, শাকিব খানের তালাকের নোটিশটি ডাক যোগে ডিএনসিসির কাছে পৌঁছনোর পর তারা নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু করেছেন। সে অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি তাদের শুনানির জন্য ডাকা হয়েছে। এজন্য গত ২৪ ডিসেম্বর শাকিব ও অপুর কাছে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে বলেও সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান।

ডিএনসিসি কর্মকর্তারা আরও বলেন, শুনানির দিনে যথারীতি তাদের বক্তব্য নেয়া হবে। তারা যদি আবার স্বামী-স্ত্রী হিসেবে থাকতে রাজি হন তাহলে তারা সংসার করবেন। অন্যথায় তাদেরকে আরও দুইবার নোটিশ দিয়ে শুনানি করা হবে। এর মধ্যে তারা নিজেরা মিলমিশ করতে চাইলে ধর্মীয় রীতি মেনে তা করতে পারবেন, আর তা না করলে তিন বার শুনানির পর নিয়মানুযায়ী তালাক কার্যকর হয়ে যাবে।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের ব্যাপারটি কঠোর গোপনীয়তার মধ্যে রেখে তাঁরা দুজন সমানতালে সিনেমার শুটিং অব্যাহত রাখেন। এ বছর ১০ এপ্রিল বিকেলে একটি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সের ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে উপস্থিত হন অপু। সেদিন অপু বলেন, ‘আমি শাকিবের স্ত্রী, আমাদের ছেলে আছে।’

আট বছর আগের সে বিয়ের খবর জনসমক্ষে আসার পর দুজনের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে শাকিব খান ও অপু বিশ্বাস নিজেদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ করে দেন। শুধু ছেলে আব্রামের কারণে মাঝেমধ্যে দেখা হলেও কথা হয়নি দুজনের। এরপর শাকিব খান গত বছর শেষের দিকে অপুকে তালাকের নোটিশ পাঠায়।

নিজের শরীরকে ডিজেল ইঞ্জিনের মতো মনে করেন সালমান

$
0
0

বলিউড অভিনেতা সালমান খান। ফিটনেসের জন্য তার রয়েছে বিশেষ জনপ্রিয়তা। সম্প্রতি টাইগার জিন্দা হ্যায় সিনেমায় তার ফিটনেস এবং অ্যাকশন দৃশ্য মুগ্ধ করেছে দর্শকদের।

নিজের শরীর ডিজেল ইঞ্জিনের মতো মনে করেন এ অভিনেতা। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সালমান খান বলেন, ‘আমি হাত নিচে রেখে পা উপরে তুলতে পারি না। কিন্তু এ বাদে খুব দ্রুত নড়াচড়া করতে পারি। যেমন, আগে-পিছে যাওয়া অথবা মেঝেতে গড়াগড়ি করা। আমার শরীর ডিজেল ইঞ্জিনের মতো, একবার গরম হয়ে গেলে চলতেই থাকে।’


রোমান্টিক সিনেমার চেয়ে এখন অ্যাকশন সিনেমাতেই বেশি দেখা যাচ্ছে এ অভিনেতাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রোমান্টিক সিনেমা আমার ক্যারিয়ারের আনন্দের সময় ছিল। তারপর মনে হলো আমি অলস হয়ে যাচ্ছি। এমন সিনেমায় কাজ করতে চাইছিলাম যা আমার ফিটনেসকে পরিবর্তন করবে। আমাকে স্বাস্থ্যবান দেখাতে, ওজন কমাতে অথবা বাড়াতে অতিরিক্ত শারীরিক কসরত করার প্রয়োজন হয় এবং আমি সবসময় একটি গেমের মধ্যে থাকি। যদিও এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবুও এই চরিত্রগুলো খুব তৃপ্তিদায়ক।’

গত ২২ ডিসেম্বর মুক্তির পর থেকে বক্স অফিসে মাতিয়ে চলেছে টাইগার জিন্দা হ্যায়। মাত্র ১২ দিনে ভারতীয় বক্স অফিসে এর আয় ২৭২.৭৯ কোটি রুপি। এ প্রসঙ্গে সালমান বলেন, ‘আমাদের কাছে দর্শকদের প্রতিক্রিয়াটাই মূল বিষয়। দর্শক যে ভালোবাসা দিয়েছে তাতে আমরা আবেগাপ্লুত। এটি আলী আব্বাস জাফরের সঙ্গে আমার দ্বিতীয় সিনেমা এবং আবারো তার সঙ্গে কাজ করব’।


ভালোবাসার মানুষের প্রতীক্ষায় ঊর্মিলা

$
0
0

বড় লোক বাবার মেয়ে ঊর্মিলা। বাবার ব্যবসা নিয়েই ব্যস্ততা তার। তবে সব ব্যস্ততার মাঝে ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা মনের মধ্যে। কিন্তু কোনো মনের মানুষ নেই ঊর্মিলার। তাইতো একটি রুমালে মনের কিছু কথা লিখেছেন তিনি। একদিন সেটি পার্কে রেখে আসেন। সেই রুমালের সূত্র ধরে যে তাকে খুঁজে নেবে সেই হবে তার প্রকৃত প্রেম এবং ভালোবাসা। এরপর চলে প্রতীক্ষা। ভালোবাসার মানুষের অপেক্ষায় দিন গুনতে থাকেন ঊর্মিলা।

মিজানুর রহমান বেলালের রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘রুমাল’ শিরোনামের একটি নাটকে এমনই একটি গল্পে ঊর্মিলাকে দেখা যাবে। তার বিপরীতে এই নাটকে অভিনয় করেছেন শ্যামল মাওলা। খুব শিগগির বেসরকারি একটি টিভি চ্যানেলে এটি প্রচার হবে।

নাটকটি নিয়ে ঊর্মিলা বলেন, ‘আসলে গল্পে ভিন্নতা থাকলে সেটিতে অভিনয় করতে ভালো লাগে। স্বাচ্ছন্দ্যে কাজ করা যায়। এই নাটকের চরিত্রটি আমার দারুণ পছন্দ হয়েছে। দর্শকরা নাটকটিতে বৈচিত্র্য খুঁজে পাবে। আশা করছি দর্শক উপভোগ্য একটি নাটক হবে।’

এদিকে একক নাটকের বাইরে ঊর্মিলা ধারাবাহিকেও বেশ ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে মুশফিক কল্লোলের ‘সম্পর্ক’, শাহজাদা মামুনের ‘শুকনো পাতার নূপুর’, সাখাওয়াত মানিকের ‘মেঘে ঢাকা শহর’, জুয়েল মাহমুদের ‘দি পাবলিক’, এজাজ মুন্নার ‘বউ বিবি বেগম’, সৈয়দ শাকিলের ‘সোনার শিকল’ ও ‘প্রেম নগর’সহ একাধিক ধারাবাহিকের কাজ করছেন তিনি। প্রতিটি ধারাবাহিকে তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাচ্ছে।

গভীর রাতের সেলফিতে আসিফ পরিবার, কী ব্যাপার?

$
0
0

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশের একজন জনপ্রিয় পপ-ধারার সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত আসিফ আকবর। তার প্রকাশিত প্রথম সঙ্গীত অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন তিনি। এই মাঝবয়সেও তিনি জনপ্রিয়তা ধরে রেখেছেন। এইতো নতুন বছরের শুরুতেই ভক্তদের ‘হৃদয়ে যত কথা’ আর ‘প্রথম দেখা’ দুইটি গান উপহার দিয়েছেন,যা ইতোমধ্যে ভক্তদের কাছে দারুণ সাড়া ফেলেছে।

জনপ্রিয় এই কন্ঠ শিল্পী আসিফ আকবরকে প্রায় দেখা যায় তার ভেরিফাইড ফেসবুকে ছবি পোস্ট করতে। এদিকে গতকাল গভীর রাতে সপরিবারে একই ফ্রেমেবন্দি হওয়া একটি ছবি পোস্ট করতে গিয়ে তিনি লিখেছেন, ‘গভীর রাতে মুভি দেখার সময়, ভালবাসা অবিরাম’।

বছরের শুরুতেই হঠাৎ পরিবারের সবাইকে একই সাথে দেখতে পেয়ে ভক্তরা আবেগাপ্লুত হয়ে কমেন্টের বন্যা বয়ে দেয়। এক ভক্ত লিখেছেন,‘সুখী পরিবার, প্রিয় আসিফ আকবর, অনেক অনেক দোয়া ও ভালবাসা আপনার জন্য। আপনি বেঁচে থাকুন আমাদের মাঝে হাজার হাজার বছর’।

আরেক ভক্ত লিখেছেন, ‘দোয়া করি প্রিয় এই চারটি মুখে যেন মহান আল্লাহ সব সময় হাসি ভরে রাখে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আপনার ও পরিবারের প্রতি দোয়া ও ভালবাসা রইলো ,ফিআমানিল্লাহ্’। তিনি আরো লিখেছেন, ‘মাশাআল্লাহ্ সুখ আর আনন্দে ভরে যাক আপনাদের জীবন। দুঃখ যেন আপনাদের ছুঁতে না পারে এই দোয়া করি সবসময়। ভালবাসা অবিরাম’।

আরেক ভক্ত আসিফের প্রশংসা করে লিখেছেন, ‘আসিফ ভাইয়ের এমন সাধারণতাই,উনাকে এতটা অসাধারণ এবং সম্মানের উচ্চ স্থানে নিয়ে গেছে, আল্লাহ ভাল রাখুক এই পরিবারটাকে। ভালবাসা রহিল’।

কুমিল্লার ছেলে আসিফ আকবর পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে ৬ষ্ঠ। তিনি সালমা আসিফ মিতুকে বিবাহ করেন। তাদের রণ এবং রুদ্র নামে দুটি সন্তান রয়েছে। বর্তমানে সন্তান আর স্ত্রীকে নিয়ে আসিফ খুব সুখেই আছেন। পরিবারের সবার সাথে এই ছবিটিই তার উল্লেখযোগ্য প্রমাণ।

 

জুমবাংলা/ জেজে

 

 

অভিনয়ে ফিরছেন অপি করিম

$
0
0

দর্শকপ্রিয় অভিনেত্রী অপি করিম। দেড় বছর আগে সর্বশেষ ‘খুঁটিনাটি খুনসুটি’ নাটকে অভিনয় করেছিলেন। এরপর সংসার, চাকরি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। বিরতি ভেঙে আবারো অভিনয়ে ফিরছেন তিনি। ‘ঢাকা মেট্রো গ-৯১০৬’ নামে একটি ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরছেন এই অভিনেত্রী।

সিরিজটির চিত্রনাট্য রচনা করেছেন নাসিফ আমিন। এটি পরিচালনা করছেন অমিতাভ রেজা। গত ১৭-২৬ ডিসেম্বর দিনাজপুর, গাইবান্ধা ও বগুড়ার বিভিন্ন স্থানে এর প্রথম লটের শুটিং শেষ হয়েছে।

তিনজন মানুষের ভ্রমণের গল্প নিয়ে গড়ে উঠেছে সিরিজটির কাহিটি। তাদের একজন অপি করিম। তার চরিত্রের নাম জয়গুন। তাকে জবা নামেও ডাকা হয়। এ ছাড়া আবদুল কুদ্দুস চরিত্রে নিভেল ও রহমান চরিত্রে শরিফুল ইসলাম অভিনয় করছেন। আগামী মার্চে একটি ওয়েব চ্যানেলে সিরিজটি দেখা যাবে।

মাঝে বেশ কিছু কাজের প্রস্তাব পেয়েছিলেন অপি করিম। কিন্তু চিত্রনাট্য পছন্দ না হওয়ায় কাজ করেননি তিনি। তা ছাড়া এ অভিনেত্রী প্রাইভেট একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়া তার একটি আর্কিটেকচার ফার্ম রয়েছে, তা নিয়েও ব্যস্ত থাকতে হয়। তাই সুবিধা মতো সময়ে ভালো চিত্রনাট্য পেলে অভিনয়ও করবেন বলে জানিয়েছেন অপি।

ঐশ্বরিয়া আমার ‘মা’, দাবি ২৯ বছরের এই যুবকের

$
0
0

‘১৯৮৮ সালে আইভিএফ পদ্ধতিতে লন্ডনে জন্ম হয়েছে আমার। আর আমার মায়ের নাম ঐশ্বরিয়া রাই বচ্চন’ বিশাখাপত্তমের ২৯ বছর বয়সী যুবক সঙ্গীত কুমারের এই বিস্ফোরক দাবিতেই চোখ কপালে উঠেছে বি-টাউনের। হতবাক ঐশ্বরিয়ার অনুরাগীরা।

বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন একমাত্র কন্যা আরাধ্যা। এতদিন পর্যন্ত এই নিয়ে বিতর্কের সুযোগ ছিল না তেমন। একমাত্র সন্তান আরাধ্যাকে নিয়ে সুখে দিন কাটছিল রাই সুন্দরীরও। সেই নিশ্চিন্ত সংসারে সংশয়ের দোল দিল সঙ্গীত কুমার নামে এক যুবকের দাবি। তিনি জানিয়েছেন, ১৯৮৮ সালে লন্ডনে জন্মের পর তাঁকে কোদাভরমে নিয়ে আসা হয়। তিন বছর বয়স পর্যন্ত দিদিমা বৃন্দা কৃষ্ণরাজ রাইয়ের কাছে বড় হন তিনি। ২০১৭ সালের মার্চ মাসে দাদু কৃষ্ণরাজ রাইয়ের মৃত্যু হয়। তাঁর কাকার নাম আদিত্য রাই।”

অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন আলাদা থাকেন বলে সম্প্রতি দাবি করেছিলেন সাংসদ অমর সিং। সঙ্গীত কুমারের দাবি, আলাদা থাকেন তাঁর ‘মা’। ২৯ বছর বয়সী এই যুবকের বিস্ফোরক দাবি, “২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হলেও আমার মা এখন আলাদা থাকেন। আমি চাই আমার মা আমার সঙ্গে থাকুন। ২৭ বছর হয়ে গেল, আমি আমার পরিবারের থেকে বিচ্ছিন্ন।

কিন্তু ঐশ্বরিয়া রাই বচ্চন যে তাঁর মা তার কোনও প্রমাণ পেশ করতে পারেননি সঙ্গীত। এর আগে তামিল তারকা ধনুশকে নিয়েও এমন এক কাণ্ড ঘটেছিল। রজনীকান্তের জামাইকে নিজেদের সন্তান বলে দাবি করেছিলে এক দম্পতি।

পর্নস্টার মানেই তুমি বাড়িতেও যৌনতার হাট খুলে বসেছ!

$
0
0

এখান থেকে এক বছর আগে কথা। নারীদের উদ্দেশ্যে একটি বার্তা দেন সাবেক পর্নস্টার ব্রি অলসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেই বার্তাটি আবারও ভাইরাল। সেখানে তিনি নারীদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন। দিয়েছেন পর্ন জগতের খারাপ দিকের নানা উদাহরণ।

ব্রি অলসন লেখেন, ‘পর্ন ছবিতে কাজ করলে তুমি সমাজ থেকে বিচ্যুত হয়ে পড়বে। তোমার মানবাধিকার রয়েছে। কিন্তু সেটিকে একপাশে সরিয়ে রেখেই সমাজ তোমার মানবাধিকার কেড়ে নিতে উদ্যত হবে।’

পর্ন’র খারাপ দিকের নানা উদাহরণ দিলেও এটা খারাপ পেশা নয় বলেও দাবি করেন তিনি। তার দাবি, এই পেশায় থাকলে বাকিরা তোমার সঙ্গে কীভাবে আচরণ করছে, সেটাই তোমার জীবনের প্রধান বিষয়। যদি মনে কর মেয়েদের কোনো আড্ডায় যোগ দেবে, তাহলে স্রেফ পেশার জন্যই তুমি সেখানে ঠাঁই পাবে না।’

এর পরেই ব্রি অলিসন লেখেন, ‘তোমরা কি চাও, তোমাদের সন্তানরা স্কুলে যাক আর সর্বদা তাদের খুঁচিয়ে খুঁচিয়ে শৈশবটাই কেড়ে নেওয়া হোক? বাড়িতে তোমার সঙ্গে বাচ্চাদের থাকতে দেওয়া হবে না। মনে করা হবে, একবার যখন পর্নস্টারের তকমা তোমার গায়ে লেগেছে, তখন তুমি বাড়িতেও যৌনতার হাট খুলে বসেছ। আর এ সমস্যাটা এককভাবে মেয়েদের ক্ষেত্রেই হয়।’ সূত্র: ইন্টারনেট

Viewing all 11937 articles
Browse latest View live