জুমবাংলা ডেস্ক: পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে সাদরে গ্রহণ করতে আপনি নিশ্চয় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন ইতোমধ্যে। নতুন বছরে প্রথম দিন ছাড়িয়ে আজ দ্বিতীয় দিনে আপনি অবশ্যই হিসাবের খাতায় নতুন অংক বসিয়েছেন।
হয়তো ভাবছেন বছরের শুরুতে আপনার চাওয়া পাওয়া কী হতে পারে। আপনি যদি বিনোদন প্রেমী হয়ে থাকেন তাহলে নিশ্চয় ভাবছেন ২০১৮ সালে আপনি কী কী সিনেমা দেখবেন। ভাবছেন নতুন বছরের চমক কোন সিনেমাগুলো হতে পারে।
আপনি যদি সিনেমা দেখতে পছন্দ করেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ আজ জুমবাংলার পাঠকদের জন্য রয়েছে ২০১৮ সালে মুক্তি পাবে এমন কিছু ভারতীয় বাংলা মুভি নিয়ে ছোট্ট একটি আয়োজন। বছরের শুরুতেই আশাকরি আপনি খুব সহজেই জেনে যাবেন ২০১৮ সালে কী কী ভারতীয় বাংলা মুভি কখন মুক্তি পাচ্ছে। চলুন একবার মুভিগুলোর সম্পর্কে জেনে আসি।
১। ইন্সপেক্টর নটি কে: অশোক পাতি পরিচালিত জিৎ-ফারিয়ার এই মুভি ইতোমধ্যে ঝড় তুলেছে ইউটিউবে। মুভিটির ট্রেইলার আর গান প্রকাশ হওয়ার পর থেকে মুভিটিকে নিয়ে আলোচনার বন্যা বয়ে যাচ্ছে দুই বাংলায়। এটি আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাবে।
২। আবার আসছে শবর: অরিন্দম শীল পরিচালিত এই মুভিটিতে অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জী, ইন্দ্রনীল সেনগুপ্ত, শুভ্রজীৎ দত্ত, গৌরব চ্যাটার্জী, দ্বিতী সাহা, দর্শনা বনিক। এটিও আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাবে।
৩। টোটাল দাদাগিরি: যশ দাশগুপ্ত ও মিমি চক্রবর্তীর টোটাল দাদাগিরি সিনেমাটি নিয়ে বিনোদন পাড়ায় চলছে তুমুল আলোচনা। সিনেমাটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। এটিও আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাবে।
৪। শঙ্কু ও এল ডোরাডো: সন্দীপ রায় পরিচালিত এই মুভিতে অভিনয় করেছেন ধৃতিমান চ্যাটার্জী, শুভাশিস মুখার্জী। এটি আগামী ডিসেম্বরে মুক্তি পাবে।
৫। দৃষ্টিকোণ: প্রসেনজিৎ চ্যাটার্জী, ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত মুভিটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী। এটিও মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল।
৬। আমি আসবো ফিরে: অঞ্জন দত্ত পরিচালিত এই মুভিতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জী, অনিন্দ্য চ্যাটার্জী। মুভিটি আগামী এপ্রিলে মুক্তি পাওয়ার কথা আছে। তবে এখনো পর্যন্ত নির্দিষ্ট তারিখ জানা যায়নি।
৭ উমা: শ্রীজিৎ মুখার্জী পরিচালিত এই মুভিতে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, সারা সেনগুপ্ত, অঞ্জন দত্ত, শ্রাবন্তী, সায়ন্তিকা, রুদ্রনীল। মুভিটি আগামী মে মাসে মুক্তি পাওয়ার কথা চলছে।
৮। হামি: এই মুভিতে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখার্জী, গার্গী রায় চৌধুরী, চুর্ণী গাঙ্গুলী, অপরাজিতা আঢ্য। শিবপ্রসাদ মুখার্জী ও নন্দিতা রায় পরিচালিত এই মুভিটিও আগামী মে মাসে মুক্তি পাওয়ার কথা আছে।
৯। বসু পরিবার: এই মুভিতে অভিনয় করেছেন অপর্ণা সেন, সৌমিত্র চ্যাটার্জী, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, কৌশিক সেন। সুমন ঘোষ পরিচালিত এই সিনেমাটি আগামী জুনে মুক্তি পাবে।
১০। ভবিষ্যতের ভূত: অনিক দত্ত পরিচালিত এই মুভিতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জী, চন্দ্রায়ী ঘোষ, মুনমুন সেন, কৌশিক সেন। এটি আগামী জুলাই অথবা আগস্টের দিকে মুক্তি পাবে।
১১। মনোজ-দার অদ্ভুত বাড়ি: অনিন্দ্য চ্যাটার্জী পরিচালিত এই সিনেমায় কে কে অভিনয় করবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। এটি আগামী দূর্গাপূজাতে মুক্তি পাওয়ার কথা আছে।
১২। জোনাকি: ললিতা, জিম সার্ভ অভিনীত আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত এই মুভিটি আগামী নভেম্বরে মুক্তি পাবে।
১৩ কবির: দেব-রুক্মিণী অভিনীত এই মুভি নিয়ে ইতোমধ্যে দর্শকের মাঝে অনেক আগ্রহ দেখা গিয়েছে। সবাই আশা করছেন ‘আমাজন অভিযান’র পর এটিই দর্শকদের জন্য হবে দেবের আরেকটি সুন্দর উপহার। অনিকেত চ্যাটার্জী পরিচালিত এই মুভিটি আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে।
তথ্যসূত্র: বক্স অফিস কলকাতা-নিউ ফেসবুক পেইজ