Quantcast
Channel: বিনোদন – Zoom Bangla News
Viewing all 11937 articles
Browse latest View live

ববিতার বাসায় জম্পেশ আড্ডা সাত তারকার

$
0
0

কানাডা, যুক্তরাষ্ট্র দু-দেশে আড়াই মাসের সফর শেষে গেল ১৪ ডিসেম্বর দেশে ফিরেছেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী ববিতা। ঢাকায় ফিরে ববিতার মন ছিল বিষণ্ণ। কিছুটা ফুরফুরে মেজাজ ফিরে পেতে শনিবার রাতে চলচ্চিত্রের ঘনিষ্ঠ গুটিকয়েক মানুষদের গুলশানের বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই নায়িকা।

ববিতার ডাকে তার বাসায় ছুটে গিয়েছিলেন ছয় তারকা। ছিলেন চম্পা, ফেরদৌস, আমিন খান, বাপ্পারাজ, পপি ও পূর্ণিমা। সাত তারকা মিলে মন খুলে জমপেশ আড্ডা দিয়েছিলেন মধ্যরাত পর্যন্ত। ফাঁকে সেরেছেন নৈশভোজ। ববিতা নিজ হাতে কয়েক পদের সুস্বাদু খাবার রেঁধে খাইয়েছেন তাদের। একটি জনপ্রিয় অনলাইন নিউজকে এমনটাই জানাচ্ছিলেন চিত্রনায়ক আমিন খান।

রবিবার বিকেলে আমিন খান বলেন, অনেকদিন পর আমরা একত্রিত হয়েছিলাম। নানান গল্প, আড্ডায় অদ্ভুতভাবে সময় কেটে গেছে, টেরই পাইনি। তবে আমরা ফিল্মি আলাপ করিনি। আপা যখন ডেকেছিলেন, আগেই বলেছিলেন চলচ্চিত্র নয়, নিজের সুখদুঃখের কথা ভাগাভাগির আলাপ হবে। কথা প্রসঙ্গে ববিতা ম্যাডাম জানতে চেয়েছিল কে কি কাজ করছি। সার্বিকভাবে এই হঠাৎ আয়োজনে ববিতা আপাকে সহযোগিতা করেছেন চম্পা আপা।

আমিন খান আরো বলেন, আমরা যখন নিয়মিত কাজ করতাম তখন এমন আড্ডা প্রায়শ কারো না কারো বাসায় হতো। এখন তো এগুলো উঠে গেছে। তিনি বলেন, এ ধরণের আড্ডার দরকার আছে। এতে করে কাজের বাইরে শিল্পী কাছাকাছি যেতে পারেন। নিজেদের মধ্যে বন্ডিং দৃঢ় হয়। তার মধ্য লিজেন্ড অভিনেত্রীর পাশে যাওয়া, বসে তার কাছ থেকে দু-চার কথার উপদেশ পাওয়া চলার পথের শুভ কামনা হিসেবে কাজ করে। তাছাড়া ববিতা আপা আমাদের সবাইকে ভীষণ স্নেহ করেন। নিজের সন্তানের মত যত্ন করেছেন।

ববিতার একমাত্র সন্তান অনিক কানাডায় লেখাপড়া করেছেন। সেজন্য কয়েকমাস পরপর ছেলেকে দেখতে কানাডা যান ববিতা। তবে খোঁজ নিয়ে জানা গেছে, সহসাই দেশ ছাড়ছেন না ববিতা। কয়েকমাস তিনি দেশে থাকবেন।


২০১৭ সালে বলিউডের হিরোইনদের পরা সব থেকে দামি পোশাকের তালিকা

$
0
0

প্রতি বছরের মতোই এই বছরেও বলিউডের অভিনেত্রীরদের দেখে আমরা অভিভূত হয়েছি। অভিনয় যেমনই করুন না কেন‚ তাদের যেন দেখতে ভালো লাগে এটাই সব সময় মেনে চলেন তারা।
ফলে পোশাকের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যায় করতে পিছপা হন না নায়িকারা। বছর শেষের মুহূর্তে আসুন দেখে নিন এই বছরে বলিউডের হিরোইনদের পরা সব থেকে দামি পোশাকের একটা তালিকা।

উর্বশী রাউতেলা : কাজিনের বিয়েতে শাড়ি আর গয়নার জন্য উনি ৮৩ লাখ টাকা খরচা করেন। ৪০ কেজি ওজনের জরির কাজ করা শাড়ির দাম ৫৫ লাখ। শাড়ির সঙ্গে মানানসই গয়নার দাম ছিল ২৩ লাখ।

আলিয়া ভাট : আইফা অ্যাওয়ার্ডের জন্য আলিয়া পরেছিলেন একটা জুহেদ মুরাদ গাউন। এই ড্রেসটার দাম ২৩ লাখ টাকা।

সোহা আলি খানের বুক লঞ্চে কারিনা কাপুর : সম্প্রতি সোহা আলি খানের বই ‘দ্য পেরিলস অফ বিং মডারেটলি ফেমস ‘ প্রকাশিত হয়। বুক লঞ্চে ওঁর সঙ্গে উপস্থিত ছিলেন কারিনা ও সাইফ।
এইদিন কারিনা পরেছিলেন বিভু মহাপাত্রের ডিজাইন করা একটা লাল রঙের শিফন ড্রেস যার দাম ৫.৪ লাখ টাকা।

দীপিকা পাড়ুকোন : এই বছর প্রথমবার কানের লাল কার্পেটে হাঁটলেন দীপিকা। মার্চেসিয়ার এই ডার্ক ওয়াইন গাউনের দাম ৫.১৭ লাখ টাকা।

ঐশ্বরিয়া রাই বচ্চন : আম্বানিদের পার্টিতে একটা সোনালী রঙের টাক্সিডো গাউন পরেছিলেন উনি। এই গাউনের দাম ৩.৭ লক্ষ টাকা।

প্রিয়াঙ্কা চোপড়া : গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০১৭ তে উনি একটা সাদা রঙের ক্রিস্টিয়ান সিনারো গাউন পরেন যার দাম ৩ লাখ টাকা।

মালাইকা অরোরা খান : সম্প্রতি ওঁকে মুম্বই বিমানবন্দরে এই জ্যাকেটটা পরে দেখা যায়। এই মাল্টি কালার্ড জ্যাকেটের দাম ৩ লাখ টাকা।

ক্যাটরিনা কাইফ : ‘টাইগার জিন্দা হ্যায়‘ ছবির প্রচারের জন্য ক্যাটরিনা প্রবাল গুরুং এর ডিজাইন করা এই পোশাকটা পরেন। এই পোশাকের দাম দেড় লক্ষ টাকা।

 

ছিঃ ছিঃ বলিউডের এই ৯ নায়িকা বাবা-ছেলের সঙ্গে রোমান্স করেছেন, ছবিতে দেখুন

$
0
0

অসম্ভবকে সম্ভব করা যায় রঙ্গিন পর্দায়। যদিও বাস্তবের চিত্র তুলে ধরা হয় এখানে, তবুও চলচ্চিত্র কাল্পনিক।

এই বলিউড সুন্দরীরা চরিত্রের প্রয়োজনে কখনও বাবার সঙ্গে, আবার কখনও ছেলের সঙ্গে ‘অনস্ক্রিন’ রোমান্স করেছেন।

মাধুরী দীক্ষিত : ‘দয়াবান’ ছবিতে বিনোদ খন্নার সঙ্গে চুটিয়ে অভিনয় করেছিলেন মাধুরী। ‘মহব্বত’ ছবিতে বিনোদ খন্নার ছেলে অক্ষয় খন্নার সঙ্গে মাধুরীর ‘অনস্ক্রিন’ রোম্যান্স দর্শকমহলে জনপ্রিয় হয়েছিল।

হেমা মালিনী : ড্রিম গার্লের ঝুলিতে রয়েছে অসংখ্য হিট সিনেমা। রাজ কাপূরের সঙ্গে ‘স্বপ্নো কা সৌদাগর’ ছবিতে যেমন নজর কেড়েছিলেন হেমা, তেমনি রনধীর কাপূরের সঙ্গে ‘হাত কা সাফাই’ এবং ঋষি কাপূরের সঙ্গে ‘চাদর মইলি সি’ ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

অমৃতা সিংহ : এক সময় বড় পর্দা কাঁপানো এই নায়িকা ধর্মেন্দ্র সঙ্গে ‘সাচ্চাই কি তাকত’ ছবিতে জুটি বেঁধেছিলেন। পরবর্তীকালে সানি দেওলের বিপরীতে ‘বেতাব’ ছবিতেও তাঁকে নায়িকার ভূমিকায় দেখা যায়।

ডিম্পল কাপাডিয়া : বিনোদ খান্নার সঙ্গে ‘খুন কা কর্জ’ ও ‘ইনসাফ’ ছবিতে দেখা গিয়েছিল ডিম্পলকে। পরবর্তীকালে ‘দিল চাহতা হ্যায়’ ছবিতে অক্ষয় খান্নার বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।

ধর্মেন্দ্রর সঙ্গে ‘শেহজাদে’, ‘বাতওয়ারা’-সহ একাধিক ছবির পাশাপাশি সানি দেওলের সঙ্গে ‘নরসিমা’, ‘অর্জুন’, ‘আগ কা গোলা’র মতো ছবিতে রোমান্স করেছেন তিনি।

রানি মুখোপাধ্যায় : ‘অনস্ক্রিন’ রোম্যান্সের পাশাপাশি অফস্ক্রিনেও অভিষেক-রানির সম্পর্ক নিয়ে অনেক গসিপ হয়েছিল। ‘বান্টি অউর বাবলি’ ছবিতে এই অনস্ক্রিন জুটিকে দেখেছেন দর্শক। পাশাপাশি ‘ব্ল্যাক’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে রানির অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে।

শ্রীদেবী : ধর্মেন্দ্রর সঙ্গে ‘নাকাবন্দি’ সিনেমায় জুটি বেঁধেছিলেন শ্রীদেবী। পরবর্তীকালে ‘চালবাজ’, ‘রাম অবতার’-সহ একাধিক ছবিতে সানি দেওলের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করতে দেখা গিয়েছে শ্রীদেবীকে।

কাজল আগরওয়াল: এছাড়াও দক্ষিণী নায়িকা কাজল আগরওয়াল বাবা চিরঞ্জীবী ও পুত্র রাম চরণের বিপরীতে অনস্ক্রিন রোমান্স করেছিলেন।

যে কারণে এখনো ভারতে আছেন শাকিব

$
0
0

ভারতের হায়দরাবাদে শেষ হয়েছে রাশেদ রাহা পরিচালিত ‘নোলক’ ছবির শুটিং। শুটিং শেষে পুরো ইউনিট ঢাকায় ফিরলেও ফেরেননি ছবির নায়ক শাকিব খান।

কেন দেশে ফেরেননি, সেটার কারণই বললেন শাকিব খান। তিনি বলেন, “এই ছবির শুটিং শেষ হয়েছে, কিন্তু এখনই আমি দেশে ফিরছি না। এখানে আমার আরেকটি ছবির কাজ চলছে, ছবির নাম ‘চালবাজ’। এই ছবির ডাবিং করতে হবে, ছবির প্রমোশনের জন্য ফটোশুট করব, আরো কিছু কাজ আছে। সেগুলো শেষ করে দেশে ফিরব।”

কবে ঢাকায় ফিরবেন—জানতে চাইলে শাকিব বলেন, ‘এখনই আমি তারিখ বলতে পারছি না। আরো দুটি ছবির বিষয়ে আলোচনা চলছে, সব কাজ শেষ করেই আমি ঢাকায় ফিরব।’

কেমন হয়েছে ‘নোলক’ ছবির শুটিং—জানতে চাইলে শাকিব বলেন, ‘কোনো ঝামেলা ছাড়া একটা শুটিং করলাম, পুরো ইউনিট অ্যাকটিভ ছিল, কাজটি করে শান্তি পেয়েছি। যে কারণে শুটিংও শেষ হয়েছে এত কম সময়ে। আর আমার দর্শকদের বলব, আপনারা আমার কাছে যেমন গল্প ও মেকিং চান, এই ছবিতে তা পাবেন। আমাদের দেশের ছেলেরা যে ভালো কাজ জানে, এই ছবি দিয়ে তা আবারও প্রমাণ হবে। আশা করি, দর্শকও ছবিটি পছন্দ করবে।’

‘নোলক’ ছবিতে শাকিব খান ও ববি ছাড়া অভিনয় করছেন ওমর সানী ও মৌসুমী। ছবিটি প্রযোজনা করছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট।

অন্যদিকে, যৌথ প্রযোজনার ‘চালবাজ’ ছবিটি পরিচালনা করছেন কলকাতার জয়দীপ মুখার্জি ও বাংলাদেশের অনন্য মামুন। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা শুভশ্রী।

শাহরুখ-কন্যা সুহানা বিয়ের অনুষ্ঠানে নজরকাড়ল

$
0
0

এ বছর বলিউড তারকা শাহরুখ খানের কন্যা সুহানাকে নিয়ে বি-টাউনে জোর জল্পনা হয়েছে। বছর শেষের আগেও ফের অনুরাগীদের নজর কাড়ল সুহানা।

সম্প্রতি এক আত্মীয়র বিয়েতে তাঁর সাজসজ্জা নিয়ে বেশ আলোচনা হচ্ছে টিনশেল টাউনে। দারুণ আকর্ষণীয় সাজে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিল শাহরুখ- গৌরি তনয়া। সেই ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যেমে সামনে এসেছে।

জানা গেছে, ওই বিয়ের অনুষ্ঠান ছিল দিল্লিতে। সুহানাকে দেখে বোঝার উপায় ছিল না যে, তার বয়স মাত্র ১৭। সোনালি লেহেঙ্কায় লাস্যময়ী লাগছিল সুহানাকে। কেউ কেউ সুহানাকে বলিউডের ভবিষ্যত সুপারস্টার হিসেবেও কল্পনা শুরু করেছে অনেকে।

মেয়ের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন চিত্রনায়ক ওয়াসিম

$
0
0

এক সময়কার সাড়া জাগানো চিত্রনায়ক ওয়াসিম এখন ধরাছোঁয়ার বাইরে। সিনেমা জগতের বেশিরভাগ মানুষজন এক কথায় বলে বেড়ান ওয়াসিম ভাই তো নিখোঁজ। দিনের পর দিন মুঠোফোনে যোগাযোগ করেও তার বর্তমান সময়কাল সম্পর্কে জানা যায়নি। আসলে কী হয়েছে ওয়াসিমের? কেনইবা তিনি লোকচক্ষুর অন্তরালে?

একটি সূত্রে জানা গেছে, ওয়াসিম তার মেয়ের অকাল মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েন। তারপর থেকে তিনি নিজেকে একেবারেই গুটিয়ে ফেলেন, চেনাজানা লোকজনের কাছেও ঘেঁষতে চান না। শোনা যায়, ওয়াসিম এখন একা থাকতেই বেশি ভালোবাসেন, বই পড়েন, কারও সঙ্গে বেশিক্ষণ কথা বলতেও নাকি খুব একটা ইচ্ছুক নন। তবে এফডিসির বড় কোনো অনুষ্ঠান কিংবা নির্বাচনে এক সময়কার এই জনপ্রিয় নায়ককে দেখা যায়।

নায়ক ওয়াসিমের অভিনয় জীবনের ৪৫ বছর চলছে এখন। ১৯৭২ সালে প্রখ্যাত পরিচালক মোহসিন তাকে ‘রাতের পর দিন’ চলচ্চিত্রে নায়ক হিসেবে সুযোগ দিলেও বড়পর্দায় তার অভিষেক ঘটে এসএম শফির (২২-০৯-১৯৭২) ‘ছন্দ হারিয়ে গেল’ ছবির মাধ্যমে। এই চলচ্চিত্রে ওয়াসিমের নায়িকা ছিলেন অলিভিয়া। এখন? চলচ্চিত্রের পর্দায় ওয়াসিমও নেই, অলিভিয়াও নেই…।

নতুন মুখ নিয়ে নির্মাতা উজ্জ্বলের সিনেমা!

$
0
0

‘ঊনপঞ্চাশ বাতাস’ নাম রেখে ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র নির্মাণের ঘোষণা আগেই দিয়েছেন ছোট পর্দার বড় নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। নাটকের জন্য দেশের প্রায় সব ‘বড়’ অভিনয়শিল্পীদের নিয়েই কাজ করেছেন তিনি। এবার তাহলে বড় পর্দার জন্য বেছে নিলেন ককে কাকে? সদ্য গত হওয়া মাসে ছুঁড়ে দেওয়া এমন প্রশ্নের জবাবে অজানা কারণে গড়িমসি করেছেন। বলেছেন, নতুন বছরের প্রথম দিন নাম দুটো জানাতে চাই। তার আগে নয়।


কথা রেখেছেন উজ্জ্বল। ৩১ ডিসেম্বর রাতে জানিয়েছেন, তার প্রথম সিনেমার নায়ক আর নায়িকার নাম। তারা হলেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। নামে চিনতে কষ্ট হচ্ছে! স্বাভাবিক। দু’জনেই এই অঙ্গনে প্রায় নতুন।
হেসে বললেন উজ্জ্বল, ‘এবার বড় পর্দার জন্য দু’জন ছোট মানুষকে চূড়ান্ত করলাম। শুটিংও প্রায় শেষের কাছাকাছি। আমি স্বস্তিতেই আছি।’
তারকাদের বাইরে গিয়ে নতুন এ দু’জনকে নিয়ে কাজ করার কারণ ব্যাখ্যা করলেন আগ্রহ নিয়েই। তার ভাষায়, ‘এটা চেনা গল্পের চলচ্চিত্র নয়। এই গল্পের বাঁকে-বাঁকে আগাম অনুমান করা সম্ভব নয়। এখানে মূল চরিত্র অয়ন ও নিরাকে খোঁজার পেছনে একটা বিষয় আমরা খুব ভেবেছি। সেটা হলো তাদের হাসি, কান্না, প্রেমের অভিব্যক্তি মানুষের কাছে অচেনা হতে হবে। সুতরাং শুরুতেই বড়সড় তারকা শিল্পী থেকে সরে আসতে হয়েছে। সব কিছু দেখে বুঝে শার্লিন ও বর্ষণকে চূড়ান্ত করেছি।’
উজ্জ্বল জানান, অয়ন ও নিরা হিসেবে গড়ে তোলার জন্য শুটিংয়ে যাওয়ার আগে টানা ৩ মাস লাইট ও ক্যামেরার সামনে মহড়া করা হয়েছে শার্লিন ও বর্ষণকে নিয়ে।
‘ঊনপঞ্চাশ বাতাস’ এর নামকরণ ও ধরন প্রসঙ্গে মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘‘সবার জীবনেই কিছু অনুভূতি থাকে যা ভাষা, প্রতীক বা শব্দে প্রকাশ করা যায় না। অনুভবগুলো অনুভূত হতে হতেই যেন তার প্রকাশের আকৃতি বদলে যায়। এই রকম অনুভূতির ইংরেজি তর্জমা হতে পারে- ইনকমপ্লিট ব্রেথ। এই অসম্পূর্ণ প্রশ্বাসের চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’। গল্পটা প্রেমের, যে প্রেম কোলাহলকে পরিণত করতে পারে নির্জনতায়।’’

প্রযোজনা প্রতিষ্ঠান রেড অক্টোবরের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।
পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা এবং সংগীত পরিচালনা করছেন মাসুদ হাসান উজ্জ্বল নিজেই।
আর ছবিটি মুক্তির সম্ভাব্য তারিখ তুলে রেখেছেন আসছে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল)। সূত্র-বাংলা ট্রিবিউন

পরিমনির ১০টি অশ্লীল ছবি যা অনলাইনে ভাইরাল হয়েছে

$
0
0

পরীমনি (জন্ম: ১৯৯২) হলেন একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল রোম্যান্টিক আরো ভালোবাসবো তোমায়, লোককাহিনী নির্ভর মহুয়া সুন্দরী, এবং অ্যাকশনধর্মী রক্ত।

পরীমনি মডেলিং এর মাধ্যমে তার কর্ম জীবন শুরু করেন। তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন পরীমনি। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এর মধ্যে জাকারিয়া সৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন পরীমনি। এতে চিত্রনায়ক আমিন খান, চিত্রনায়িকা পপি এবং ঈশানাও অভিনয় করেছিলেন। প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন।

মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরী মনি। ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। শাহ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন তার অভিনীত প্রথম চলচ্চিত্র। কিন্তু তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে। পরবর্তীতে ওয়াজেদ আলী সুমন পরিচালিত পাগলা দিওয়ানা ও দরদিয়া, এস এ হক অলীকের আরো ভালোবাসবো তোমায় চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল মনজুড়ে তুই, লাভার নাম্বার ওয়ান, নগর মাস্তান, মহুয়া সুন্দরী। ২০১৬ সালে মুক্তি পায় মন জানে না মনের ঠিকানা, পুড়ে যায় মন, ওয়াজেদ আলী সুমনের অ্যাকশনধর্মী রক্ত, এবং শফিক হাসানের ধূমকেতু। ২০১৭ সালে মুক্তি পায় কত স্বপ্ন কত আশা, আপন মানুষ, সোনা বন্ধু, এবং মালেক আফসারীর অন্তর জ্বালা। এছাড়া মুক্তি প্রতীক্ষায় রয়েছে গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্ন জাল, ইনোসেন্ট লাভ, দেবাশীষ বিশ্বাসের মন জ্বলে, সৈকত নাসিরের পাষাণ, নদীর বুকে চাঁদ, এবং বুকের মাঝে প্রেমের আগুন। তাছাড়া জনপ্রিয় হবার পর পরীমণি বেশ কয়েকটি টিভি বিঙ্গাপনে অভিনয় করেছেন (লাক্স, স্যান্ডেলিনা, ওয়াল্টন ইত্যাদি) ।

পরিমনির ১০টি অশ্লীল ছবি যা অনলাইনে ভাইরাল হয়েছে নিচে দেখুন।


সব জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতিতে এলেন রজনীকান্ত

$
0
0

সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতে তামিলনাড়ুর কিংবদন্তি ফিল্ম অভিনেতা রজনীকান্ত রাজনীতিতে আসার কথা ঘোষণা করলেন। চেন্নাইয়ে গতকাল তিনি হাজার হাজার সমর্থকের তুমুল হর্ষধ্বনির মধ্যে নতুন একটি রাজনৈতিক দল গঠনের কথা জানিয়েছেন।
তাঁর এই দল রাজ্যের আগামী নির্বাচনে ২৩৪টি আসনের সবটিতেই লড়বে বলে জানানো হয়েছে।

৬৭ বছর বয়সী এই তামিল সুপারস্টার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি আমার কর্তব্য পালন করব…আমরা সিস্টেমের পরিবর্তন ঘটাব। ’ গত বছরের ডিসেম্বরে তামিলনাড়ুর তখনকার মুখ্যমন্ত্রী জে জয়ললিতার মৃত্যুর পর থেকে রাজ্যের রাজনীতিতে যা চলছে, তা তামিলনাড়ুকে গোটা দেশের ‘হাসির পাত্র’ করে তুলেছে বলেও তিনি মন্তব্য করেন।

‘এই অবস্থায় এখনো যদি আমি রাজনীতিতে আসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিই, সেই অপরাধবোধ আমাকে সারা জীবন তাড়া করে বেড়াবে’, সমর্থকদের উদ্দেশে বলেন রজনীকান্ত।

ভারতের শাসক দল বিজেপি—যারা এর আগে তাদের দলে যোগদানের ব্যাপারে রজনীকান্তকে প্রস্তাব দিয়েই রেখেছিল, তারা তাঁর এদিনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে।

বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ বলেছিলেন, রজনীকান্ত বিজেপিতে যোগ দিতে চাইলে স্বাগত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গত মাসে চেন্নাই গিয়ে রজনীকান্তর সঙ্গে দেখা করেছিলেন।

তামিলনাড়ুর বিজেপি নেতা টি সৌন্দারাজন রজনীকান্তর ঘোষণার প্রতিক্রিয়ায় বলেন, ‘দুর্নীতিমুক্ত সুশাসনের লক্ষ্য নিয়ে তিনি যে রাজনীতিতে প্রবেশ করছেন, বিজেপিও সেই একই লক্ষ্য নিয়ে কাজ করছে—তাঁকে আমরা স্বাগত জানাই। ’

জয়ললিতার মৃত্যুর পর তামিলনাড়ুতে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে, রজনীকান্তর নতুন দল সেই অভাব পূরণ করার চেষ্টা করবে বলেই রাজনৈতিক পর্যবেক্ষকরা ধারণা করছেন।
গত মাসে তামিল ও হিন্দি সিনেমার আরেক সুপারস্টার কমল হাসানও রাজনীতিতে নামার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনিও গতকাল টুইট করে রজনীকান্তকে অভিনন্দন জানিয়েছেন।

তামিলনাড়ুতে চলচ্চিত্র তারকাদের সঙ্গে রাজনীতির ঘনিষ্ঠ সম্পর্ক আছে বরাবরই। তামিল রাজনীতির প্রবাদপুরুষ এমজি রামচন্দ্রন (যিনি এমজিআর নামেই পরিচিত ছিলেন) নিজেও ছিলেন তামিল সিনেমার সুপারস্টার। বেশ কয়েক দশক ধরে যে ডিএমকে ও এআইডিএমকে দল দুটি এই রাজ্যের রাজনীতিতে প্রাধান্য দেখিয়ে আসছে, তার প্রধান—যথাক্রমে করুণানিধি ও প্রয়াত জয়ললিতাও ছিলেন চলচ্চিত্র দুনিয়ার সঙ্গে সম্পর্কিত। জয়ললিতা একসময় ছিলেন তামিল সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। পরে এআইডিএমকে নেত্রী হিসেবে তিনি অন্তত পাঁচবার রাজ্যের মুখ্যমন্ত্রীও হয়েছেন। এই যুগে তামিল সিনেমার নায়কদের মধ্যে রজনীকান্তর জনপ্রিয়তা প্রশ্নাতীত। সমর্থকরা তাঁকে প্রায় ঈশ্বরের মর্যাদা দিয়ে থাকে, তাঁকে ডাকা হয় ‘থালাইভার’ নামে—যার অর্থ হলো সব গুরুর গুরু! এখন রাজনীতিতে নেমে সেই থালাইভার কতটা সফল হতে পারেন এবং তামিলনাড়ুর রাজনীতির হাল ধরতে পারেন কি না, দেখার বিষয় হবে সেটাই।

বছরের শেষ দিনটি মেয়ের সাথে খুনসুটি করে কাটিয়ে দিল জিৎ

$
0
0

জুমবাংলা ডেস্ক: বিশ্বব্যাপী গতকাল জাকজমকভাবে থার্টি ফার্স্ট নাইট পালিত হলো। নতুন বছরকে বরণ করার জন্য এইদিনকে কেন্দ্র করে সবাই কমবেশি পরিকল্পনা করে থাকেন। অনেককে দেখা গেছে পরিবারের সাথে বছরের শেষ দিনটি একান্তে কাটিয়েছেন।গতকাল ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা জিৎকে দেখা গেলো বছরের শেষদিনটি মেয়ের সাথে কাটিয়েছেন।

জিৎ গতকাল তার ভেরিফাইড ফেসবুক পেইজে মেয়ের সাথে খুনসুটির একটি ছবি পোস্ট করে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে বছরের শেষদিনে জিৎকে তার মেয়ের সাথে দেখতে পেয়ে ভক্তরা আবেগআপ্লুত হয়ে কমেন্ট করতে থাকেন। এক ভক্ত লিখেছেন, ‘আপনি আর আপনার মেয়ে দুইজনই সুন্দর’। আরেক ভক্ত তাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বছরে ৩-৪টি সিনেমা রিলিজ করার জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য, ২০০২ সালে সাথী ছবির জন্য বি.এফ.জে.এ সবচেয়ে প্রতিজ্ঞাবদ্ধ অভিনেতার পুরস্কার অর্জন করেন জিৎ। এই ছবিটি বাণিজ্যিক সাফল্যও লাভ করে। এছাড়া জনপ্রিয় এই অভিনেতা সর্বোচ্চ হিট ছবিতে অভিনয়ের গৌরব অর্জন করেন।

তার উল্লেখযোগ্য অন্যান্য ছবিগুলো হলো  ‘জোশ’, ‘শত্রু’, ‘দুই পৃথিবী’, ‘ফাইটার’, ‘পাওয়ার,”বচ্চন’,‘১০০% লাভ’। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত রেকর্ড করা ছবি ‘আওয়ারা’। সম্প্রতি জিতের ‘ইন্সপেক্টর নটি কে’ মুভিটির গান ও ট্রেইলার দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলেছে। মুভিটি খুব শীঘ্রই মুক্তি পাওয়ার পাওয়ার কথা আছে।

 

 

 

 

বাসায় তারকাদের ঢল; ‘স্মরণীয় রাত’ তিশা-ফারুকীর

$
0
0

বছরের শেষ দিন ছিল গতকাল। অর্থাৎ গত হয়েছে ২০১৭। আর শুভ কামনায় শুরু হয়েছে ২০১৮। নতুন বছরকে ঘিরে নতুন আঙ্গিকে দিন শুরুর অপেক্ষায় সবাই। নতুন বছরের দিনগুলোকে মধুময় করতে পুরাতন বছরের স্মরণীয় মুহূর্তগুলোকে আঁকড়ে ধরে রাখতে চাই সবাই। আর তাই বছরের শেষ দিনটা প্রাণবন্ত করার প্রয়াস থাকে সবার। যেটার বিকল্প করেননি ফারুকী-তিশা দম্পতি। বছরের শেষ রাতটা স্মরণীয় করে রাখলেন এই দম্পতি।

কেননা, এই তারকা দম্পত্তির বাসায় গতকাল (৩১ ডিসেম্বর) তারকাদের ঢল নেমেছিল। সাহিত্য থেকে শুরু করে ক্রিকেট তারকার ঢল নেমেছিল এই দম্পতির বাসায়।

যেখানে ছিলেন সাহিত্যিক আনিসুল হক থেকে শুরু করে ক্রিকেটার সাকিব আল হাসান পর্যন্ত। এক কথায় ২০১৭ সালের শেষ রাতটা স্মরণীয় করে রাখলেন মোস্তফা সরয়ার ফারুকী-নুসরাত ইমরোজ তিশা দম্পতি।

আর বছরের শেষ রাতের কিছু ছবি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে লিখেন, সবাইকে শান্তিপ্রিয় নতুন বছরের শুভেচ্ছা। সবাইকে আমার ভালোবাসা। গত রাতে আমার বাসায় যারা ছোট আড্ডায় যোগদান করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।

তারকাদের মধ্যে ছিলেন সাহিত্যিক আনিসুল হক, সাকিব আল হাসান ও স্ত্রী শিশির, জাহিদ হাসান, ভারতীয় চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র পরমব্রত চট্টোপাধ্যায়, বিপাশা হায়াত, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন, নাট্যকার সাগর জাহান সহ আরও অনেকে।

 

ধূমপান ছাড়তে যে পথে হাটছেন শাহরুখ

$
0
0

‘বলিউড কিং’খ্যাত অভিনেতা শাহরুখ খান। তার অতিরিক্ত ধূমপানের কথা কারো অজানা নয়। অনেকদিন ধরেই তিনি ভক্তদের প্রতিশ্রুতি দিয়ে আসছেন এ বদঅভ্যাস ত্যাগ করবেন। কিন্তু পারছেন না। তবে ধূমপান কমিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন এ অভিনেতা। আর এ জন্য বিশেষ একটি পদ্ধতি অবলম্বন করছেন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে শাহরুখ খান বলেন, ‘আমি ধূমপান কমিয়ে দিয়েছি।’ বলিউড বাদশা জানান, তিনি এখন সময় পেলে তার অদেখা সিনেমাগুলো দেখেন, যা তাকে সিগারেট থেকে দূরে থাকতে সাহায্য করে।

তিনি বলেন, ‘আমি লিপস্টিক আন্ডার মাই বোরকা দেখেছি, খুবই বুদ্ধিদীপ্ত। আনন্দ এল রাই স্যারের সিনেমা দেখেছি, যেটির নামও অনেক বড়—শুভ মঙ্গল সাবধান। তারপর আমি দঙ্গল দেখেছি। সিনেমাটি গত বছর মুক্তি পেয়েছে, কিন্তু আমি দেখেছি এই বছর। টাইগার জিন্দা হ্যায় দেখেছি। বেরেলি কি বারফি সিনেমাটিও খুবই সুন্দর।’

বর্তমানে আনন্দ এল রাই পরিচালিত একটি সিনেমার শুটিং করছেন শাহরুখ। এতে আরো রয়েছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শাহরুখ, যার একটি বামন চরিত্র। ১ জানুয়ারি সিনেমাটির নাম ঘোষণা করা হবে।

স্বামী-সন্তানের সঙ্গে দুবাইয়ে শিল্পার বর্ষবরণ, দেখুন ছবি

$
0
0

বিগত বছরের শেষ আর নতুন বছরের শুরুর দিনটিকে উপভোগ করতে আর সবার মতো তৎপর তারকারাও। বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিও কম যান না। নতুন বছরকে বরণ করে নিতে স্বামী সন্তানসহ তিনি পাড়ি জমিয়েছেন দুবাইয়ে।

স্বামী রাজ কুন্দ্রা এবং সন্তান ভিয়ানকে নিয়ে এখন দুবাইয়ের বিলাসবহুল এক রিসোর্টে সময় কাটাচ্ছেন শিল্পা সেখানকার কিছু ছবি তিনি পোস্ট করেছেন ইন্সটাগ্রাম ও টুইটারে। ছবিগুলো এরইমধ্যে হয়ে গেছে ভাইরাল।

একটি ছবিতে শিল্পাকে দেখা গেছে কালো বিকিনি পরিহিত অবস্থায় সুইমিংপুলে পা ডুবিয়ে বসে থাকতে। পাশে স্বামী ও সন্তান।

আরেকটি ছবিতে তাকে দেখা গেছে রিসোর্টের বারান্দা থেকে চায়ের কাপ হাতে সাগর পানে তাকিয়ে থাকতে।

প্রথম ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ছুটির দিনেই মজাই হলো গরম পানির পুলে গা ডুবিয়ে বসে থাকা।’

সূত্র : দ্য হিন্দুস্তান টাইমস

বলিউডের ২০১৭ সালের সেরা ১০ গানের তালিকা

$
0
0

একটি সিনেমাকে হিট করতে নায়ক নায়িকা যেমন গুরুত্ব পূর্ণ তেমনি ছবির গান গুলিরও ভূমিকা কোন অংশে কম নয়।  দেখা যায় কোন কোন সিনেমা হিট হয় গান দিয়েই।  শেষ হয়ে গেল ২০১৭ সাল।  তাই একবার পিছু ফিরে দেখে নেওয়া যাক এ বছরটা মাতিয়ে রাখা সেরা ১০টি হিন্দি ছবির গান৷

১।  সোয়াগ সে সোয়াগাট (টাইগার জিন্দা হ্যায়): সম্প্রতি মুক্তি পাওয়া ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ‘সোয়াগ সে সোয়াগাট’ মুক্তির পরই টপ ১ এ চলে এসেছে।  ইতিমধ্যেই এটি অনলাইনে প্রচুর দর্শক দেখেছেন।

২। এ তো সাহি (জুড়ুয়া ২): ১৯৯৭ তে মুক্তি পাওয়া ‘জুড়ুয়া’ ছবির পরের পর্ব ‘জুড়ুয়া ২’ ।  এই ছবির ‘এ তো সাহি’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

৩।  হাওয়াই(জাব হেরি মিট সজল):  ‘জাব হেরি মিট সজল’ সিনেমার অন্যতম গান এটি।  ছবি মুক্তির আগেই বেশ জনপ্রিয়তা পায়।

৪।  মে তেরা বয়ফ্রেন্ড(রাবতা): রাবতা ছবির নতুন গান ‘ম্যায় তেরা বয়ফ্রেন্ড’।  আর সেখানেই ডান্স ফ্লোর জমিয়ে দিলেন সুশান্ত।  শুধু নাচেই নয়, সুশান্তের কালো পোশাক থেকে সিক্স প্যাক অ্যাব, নজর কেড়েছে সবই।

৫।  মানা কি হাম ইয়ার নাহি(মেরি পিয়ারি বিন্দু): যশরাজের নতুন চলচ্চিত্র মেরি পিয়ারি বিন্দুর হারেয়া গানটি।  আরিজিৎ সিংয়ের কন্ঠের যাদু এই গানটিতেও মন্ত্রমুগ্ধ করেছে দর্শকদের।

৬।  ফির ভি তুমকো চাহুঙ্গা(গার্ল ফ্রেন্ড):  ছবি মুক্তির আগেই বেশ জনপ্রিয়তা পায় গানটি।

৭।  হামসাফার(বদ্রিনাথ কি দুলহানিয়া):  যেখানে বরুণের ছবি বদ্রিনাথ কি দুলহানির “অ্যায় মেরে হামসাফার” গানটি ইরফানকে গাইতে দেখা গেছে।  আর সেই ভিডিওটি সোশাল মিডিয়ায় পোস্ট করেন তাঁর ভাই ইউসুফ পাঠান।

৮।  রাবতা(রাবতা):  শান্ত সিং রাজপুত ও কৃতি শ্যানন অভিনীত সিনেমা ‘রাবতা’ ছবিটির গানটি একসময় বেশ সাড়া ফেলেছিল।

৯।  বারিশ(গার্ল ফ্রেন্ড):  অর্জুন কাপুর ও শ্রদ্ধা কাপুরের হাফ গার্লফ্রেন্ড ছবির  গান ‘বারিশ’ ইউটিউবে প্রকাশ পেতেই লাইকের সংখ্যা এক কোটিতে গিয়ে পৌঁছেছিল।

১০।  নাজম নাজম(বারেলি কি বারফি):  আয়ুশ্মান খুরানা ও কৃতি স্যানন অভিনীত বারেলি কি বারফির নাজম নাজম দর্শক হৃদয় জয় করেছিল।

নতুন বছরে পুরনো তিক্ততা ভুলে যেতে চান অপু, জয়কে নিয়ে সেলফি

$
0
0

জুমবাংলা ডেস্ক: বিগতে বছরে মিডিয়া পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব-অপুর বিচ্ছেদ। পত্রিকার পাতা উল্টালে দেখা গেছে মিড়িয়ার লিড নিউজ ছিল এই ইস্যুটি। শাকিব খান যখন অপু বিশ্বাসের কাছে ডিভোর্স লেটার পাঠায় তখন দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। ভক্তরা কিছুতেই মেনে নিতে পারেননি এই জুটির বিচ্ছেদ হোক। সবারই একটি কথা পুত্র জয়ের দিকে তাকিয়ে হলেও শাকিবের এই ধরণে সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি।

শাকিব খান বিচ্ছেদ দিতে চাইলেও অপু কিছুতে মেনে নিতে পারেননি এই বিচ্ছেদ। তালাকনামা হাতে পাওয়ার পরও অপু সবকিছু ঠান্ডা মাথায় সমাধান করেছেন। জীবনের এই কঠিন সময়েও শাকিব খানের সম্মানহানি হবে এমন কোন অভিযোগ কররেন নি। তাই বছরের শেষ সময়ে শাকিবের মন গলতে থাকে। ‘নোলক’ সিনেমার শুটিং এর ফাঁকে দেশে ছুটে এসে সারাদিন পুত্র জয় এর সাথে সময় কাটিয়েছেন শাকিব খান।

এদিকে অপু বিশ্বাসকে দেখা গেলো একটু আগে তার ভেরিফাইড ফেসবুক পেইজে নতুন বছরে পুত্র জয়কে নিয়ে ফুরফুরে মেজাজে দুটি ছবি পোস্ট করতে। বছরের প্রথমদিন ছেলের সাথে অপুকে ফুরফুরে দেখতে পেয়ে ভক্তরা ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করতে থাকেন। এক ভক্ত লিখেছেন, ‘অপুকে আমার এতো ভালো লাগে কেনো আমি নিজেও জানিনা’।

আরেক ভক্ত লিখেছেন, ‘সুখে থাকো ভালো থেকো সবাইকে নিয়ে,শুভ ইংরেজি নববর্ষ’। আরেক ভক্ত লিখেছেন, ‘মা ও ছেলে দুইজনই অনেক কিউট’। আরেক ভক্ত লিখেছেন, ‘তোমাদের নতুন বছরটাকে মহান আল্লাহ পাক সুন্দর ভাবে সাজিয়ে দেখ,আমিন।

অন্যদিকে গতকাল অপুবিশ্বাস ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানাতে ফেসবুক পেইজে পোস্ট দিতে গিয়ে লিখেছেন, ‘নতুন আলোর অপেক্ষায়,পুরনো তিক্ততা ভুলে, জীবন হোক রঙ্গীন,সাজুক বাহারী হাজার ফুলে। শুভ হোক নতুন বছর,শুভ ইংরেজি নববর্ষ’।

 


১৮ বছর প্রেমের সফল পরিণতি দিচ্ছেন নাবিলা

$
0
0

২০১৭ সালের ৩১শে ডিসেম্বর এসে বড় একটি খবরই দিলেন নাবিলা। ২০১৮ সালের এপ্রিল মাসে সিঙ্গেল থেকে ডাবল হতে যাচ্ছেন এই অভিনেত্রী। পাত্র দীর্ঘদিনের পরিচিত জোবাইদুল হক।

নাবিলার জন্ম ও বেড়ে উঠা তার জেদ্দায়। নাবিলার বর জোবাইদুল হকের কৈশোরের সময় কেটেছে জেদ্দায়। দেশে ফিরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে এখন একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন তিনি।

বিয়ে প্রসঙ্গে ‘আয়নাবাজি’খ্যাত এই তারকা জানান, ‘আমরা যখন জেদ্দায় থাকতাম, পরিবার নিয়ে ওরা সেখানে থাকতো। আমরা একই স্কুলে পড়তাম। তখন থেকে তার প্রতি ভালো লাগা কাজ করেছে। ও আমার জীবনের প্রথম প্রেম। ১৮ বছর আগে যাকে ভালো লেগেছিলো, কল্পনাও করিনি, এতোদিন পর তাকেই বিয়ে করবো। পরিবার থেকে আলোচনা চূড়ান্ত হয়েছে। এখন বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। ’

’ও আমার জীবনের প্রথম প্রেম’

$
0
0

নতুন বছরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘আয়নাবাজি’ খ্যাত নায়িকা মাসুমা রহমান নাবিলা। আগামী এপ্রিলেই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন নাবিলা। এমনটাই জানালেন তিনি। বর একটি বেসরকারি ব্যংকের কর্মকর্তা।

নাবিলা বলেন, ‘আমরা যখন সৌদি আরবের জেদ্দায় থাকতাম তখন পরিবার নিয়ে ওরাও থাকতো। আমরা একই স্কুলে পড়তাম। তখন থেকে তার প্রতি ভালো লাগা কাজ করেছে। ও আমার জীবনের প্রথম প্রেম। ১৮ বছর আগে যাকে ভালো লেগেছিল, এত দিন পর তাঁকেই বিয়ে করবো কল্পনাই করিনি। পরিবার সব কিছু চূড়ান্ত করেছে।’

নাবিলার দাদার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় হলেও বেড়ে ওঠা সৌদি আরবে। জন্ম সেখানেই। বাবার চাকরি সূত্রে তাঁর কৈশোরের আনন্দময় দিনগুলো কেটেছে জেদ্দা শহরে। নাবিলার বর জোবাইদুল হকের কৈশোরের সময় কেটেছে জেদ্দায়। দেশে ফিরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে এখন একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। নেত্রকোনার ছেলে জোবাইদুল হক পরিবার নিয়ে উত্তরায় থাকেন।

২০০০ সালে্ এসএসসি পাসের পর জেদ্দা থেকে স্থায়ীভাবে ঢাকায় চলে আসেন নাবিলা। ভর্তি হন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। ঢাকায় আসার পর বন্ধুদের উৎসাহে একসময় উপস্থাপনা করার প্রতি আগ্রহ তৈরি হয়। বাংলাভিশনের ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠান দিয়ে যাত্রা শুরু তার। এরপর শুধু এগিয়ে যাওয়া। সর্বশেষ ‘আয়নাবাজি’ ছবিতে অভিনয় করে নিজেকে অন্য মাত্রায় নিয়ে যান তিনি।

নতুন বছরে শাহরুখের ঘরে বচ্চন পরিবারের আগমন

$
0
0

জুমবাংলা ডেস্ক: নতুন বছরকে বরণে গতকাল উল্লাসে মেতে উঠেছিল গোটা বিশ্ব। গতকাল থেকে দেখা যাচ্ছে নতুন বছরকে কেন্দ্র করে সবাই একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন । এমনকি অনক সেলিব্রেটিদেরকেও দেখা গেছে সবাই এক সাথে হয়ে আড্ডায় মেতে উঠতে।

এদিকে বলিউড বাদশা শাহরুখ খানের ঘরে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটে গেছেন বচ্চন পরিবার। একটু আগে শাহরুখ স্ত্রী গৌরি খান তার ভেরিফাইড ইনস্ট্রগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন। একটি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘No introduction for this special guest…one and only at Guri khan designs’।

ছবিতে দেখা যাচ্ছে ঐশরিয়া আর অভিষেক বসে আছেন গৌরি খানের পাশে। এদিকে হঠাৎ জনপ্রিয় এই দুই পরিবারকে এক সাথে দেখতে পেয়ে ভক্তরা মুগ্ধ হয়ে কমেন্ট করতে থাকেন। এক ভক্ত লিখেছেন, ‘সবাইকে অনেক সুন্দর লাগছে’। আরেক ভক্ত লিখেছেন, ‘নতুন বছরের শুভেচ্ছা  রইলো গৌরি ম্যাম’।উল্লেখ্য, কয়েকদিন আগে গৌরি খান নতুন বছরকে বরণ করার জন্য ভিন্নভাবে ঘর সাজিয়ে চমকে দিয়েছেন ভক্তদের।আর সেই সাজানো ঘর দেখার উদ্দেশ্যে শাহরুখ ঘরে বচ্চন পরিবারের আগমন।

সিঁথিতে সিঁদুর দিয়ে বিপাকে আনুশকা

$
0
0

সিঁথিতে সিঁদুর দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন আনুশকা শর্মা। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত রিসেপশনে আনুশকাকে কপাল পর্যন্ত সিঁদুর পরতে দেখা যায়। সেই ছবি নেটে ভাইরাল হওয়ার পর থেকেই নারীবাদীরা ক্ষুব্ধ হয়েছেন এই অভিনেত্রীর ওপর।

সিঁদুর ব্যবহার করে পিতৃতন্ত্রকেই স্বীকৃতি দিয়েছেন আনুশকা, এমনটাই মনে করছেন নারীবাদীরা। কপাল পর্যন্ত বিস্তৃত সিঁদুর দেখার পরে অনেকে আনুশকাকে তথাকথিত ‘নারীবাদ-বিরোধী’ বলে মন্তব্য করেছেন।

এক নারী মন্তব্য করেছেন, আনুশকা যে বিবাহিতা তা প্রমাণ করার জন্য কপাল পর্যন্ত সিঁদুর ব্যবহার করার কোনও প্রয়োজন নেই। বিরাট কোহলি আর আনুশকা শর্মার বিয়ে নিয়ে এর আগেও সমালোচনা হয়েছে।

বিজেপি নেতা কোহলিকে ‘দেশপ্রেমিক নয়’ বলে মন্তব্য করেছিলেন। এত দিন আনুশকা সমালোচনার কেন্দ্রে ছিলেন না। সিঁথিতে সিঁদুর ব্যবহার করে এবার বিতর্কে বলিউডি নায়িকা। তবে নারীবাদীরা আনুশকাকে নিয়ে মন্তব্য করলেও, নায়িকা অবশ্য এর উত্তরে একটি শব্দও ব্যবহার করেননি।

সূত্র : জি নিউজ

শুটিং ফেলে স্বামীকে সময় দিতে অস্ট্রেলিয়ায় চলে গেলেন তানিয়া

$
0
0

বছরের শুরুতেই কঠিন সময়ের মুখে পড়তে হলো অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। হঠাৎই অভিনয় ছেড়ে অস্ট্রেলিয়া প্রবাসী স্বামীর কাছে চলে যাচ্ছেন তিনি। আর তাতে দীপ্ত টিভির প্রতিদিনের ধারাবাহিক ‘পালকি’তে তার অভিনয় আটকে যেতে বসেছে। অথচ ধারাবাহিকটির নাম চরিত্রে অভিনয় করছিলেন তানিয়া।

সোমবার সকালের ঘটনা। শুটিংয়ের জন্য ‘পালকি’র অপেক্ষায় সেট রেডি করে বসেছিলেন ‘পালকি’র পরিচালক মোস্তফা মনন। অস্ট্রেলিয়া থেকে টেলিফোনে উড়ে এলো দুঃসংবাদ- তানিয়া বৃষ্টি দেশে ফিরতে পারছেন না আপাতত! এই অনির্দিষ্টকাল গড়াবে ফেব্রুয়ারি পর্যন্ত। ফলে চরিত্রটির মায়া ত্যাগই করতে হচ্ছে ভিট-চ্যানেল আই-এর এই টপ মডেলকে!

তবে ‘পালকি’ ধারাবাহিকে তানিয়ার স্থলাভিষিক্ত কে হচ্ছেন, সেটি এখনও জানা যায়নি। এর আগে আরও একবার বদল এসেছিলো ধারাবাহিকটিতে। গত বছরের শেষদিকে ‘পালকি’ চরিত্রে স্নিগ্ধা মোমিনের স্থলাভিষিক্ত হন তানিয়া বৃষ্টি।

অস্ট্রেলিয়া থেকে মুঠোফোনে গণমাধ্যমকে তানিয়া বৃষ্টি বলেন, ‘চরিত্রটি আমার খুব পছন্দের ছিলো। কিন্তু ফেব্রুয়ারির আগে দেশে ফেরা সম্ভব হচ্ছে না একেবারেই। ফেব্রুয়ারিতে যদিও যেতে পারি, কিন্তু থাকতে পারবো অল্প ক’দিন। তাই ধারাবাহিকটি না ছেড়ে উপায় ছিলো না। বছরের প্রথমদিনই এমন একটা ধাক্কা এলো!’

শুধু ‘পালকি’ নয়, আপাতত অনির্দিষ্টকাল পর্যন্ত অভিনয় থেকেও দূরে থাকতে হতে পারে অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক সাব্বির চৌধুরীর অভিনেত্রী স্ত্রী তানিয়াকে। সাব্বির চৌধুরী বর্তমানে সিডনিতে আছেন। তানিয়াও কি তবে স্বামীর সঙ্গে স্থায়ী হওয়ার কথাই হয়তো ভাবছেন! তেমনটি হলে কিন্তু অবাক হওয়ারও কিছু থাকবে না।

Viewing all 11937 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>